Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ -কবিতা #শিরোনাম-' হে অতীত '#কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)#তারিখ-২৮/১১/২০২০4:31 PM""""""""""""""""""""""…

 


#বিভাগ -কবিতা 

#শিরোনাম-' হে অতীত '

#কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)

#তারিখ-২৮/১১/২০২০

4:31 PM

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

হে অতীত ,ফিরায়ে দাও মোরে 

শুধু একটি বারের তরে

সেই চেনা গাঁয়ের পথে—

যেথা বন পথে ঝরা পাতা ব্যাথিত হৃদয় ভাবে 

ও মেয়ে ,তুই ফিরবি কবে--?

যেথা চিলেকোঠার ছাতে 

একা চাঁদ জ্যোৎস্নার চাদর বিছাতে বিছাতে ভাবে 

ও মেয়ে, তুই আসবি কবে ?

যেথা ঘণ ঘোর বর্ষাতে, মেঠো পথে 

দেখা হয়েছিল যার সাথে 

নিজে ভিজে মস্ত বড় কচুর পাতা 

ধরেছিল যে সেই মেয়ের মাথায় 

কি নাম ছিলো তার? বলব না কাউকে 

ইচ্ছে হয় জানতে সেও কি রেখেছে সে কথা মনে?

হে অতীত, তোমার বন্ধ দুয়ার দাও খুলে 

শুকনো পাতায় আওয়াজ তুলে 

ঝুমঝুমিয়ে বাজিয়ে নুপুর রাঙা পায়ে 

ওই দ্যাখো-- যাই বুঝি সেই মেয়ে 

খনন খনন কাঁচের চুড়ি বাজছে তার হাতে 

চোর কাঁটা জড়িয়ে ধরে তার ডুরে শাড়ির পাড়ে

আনমনে বসে বাতায়ন পাশে 

কত কথা পড়ে মনে--

কত কথা মনে নেই ,গেছি ভুলে ---

মনে রাখা বিষন্নতা একাকী কাঁদে 

মন বলে চল না আসি ঘুরে 

বেড়ায় নদীর পাড় ধরে 

সবুজ ধানের ক্ষেত আর তার আল ধরে--

ধূসর বালুচরে হারিয়ে গেছে

 ভৈরবের তীরের সব চেনা পথ--

একাল সেকাল মিল মিশ হীন বন্দি বলাকা মনে 

কত তফাত-, তবু মনে মনে বাঁধা প্রতিডোরে 

ফিরে পাওয়া কিছু কথা ডাকে যেন নব রূপে মোরে 

বাতির তেল সম ইচ্ছে টা জ্বালিয়ে রাখি মনে 

কালি ও কলমে ছন্দে ছন্দে অতীতের অন্ধকারে 

বুঝি যদি সম্ভব হতো তবে 

হয়তো অতীত ফিরিয়ে দিত ---

প্রভাতের আনন্দ ধারা, মধ্যাহ্নের তাপ,পূর্ণিমাররাত

একটি চেনা মুখ অথবা পৃথিবীর সব অতীত কথা 

বুকের ভেতর গহন অরণ্যে পথ হারাল কান্না। 

""""""""""""""""""""""""""""""""""""""""""""""সূর্যকন্যা তপতী