Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতার নাম ---- অভিমানলেখনী ----ব্রতশ্রী বোসতারিখ --- ২০. ১১. ২০২০
আজ পলাতক উষ্ণতা আর উজাড় করা শৈত্যস্তব্ধ আলোয় থমকে থাকা ভীষণ বৈপরীত্য ! !
ছেঁড়াখোঁড়া মনের পাতায় হাতড়ে যাওয়ার শব্দগোপন ভাটির জমাট জলে ভিজতে থাকে অব্দ ...
অতীতরা সব…

 


কবিতার নাম ---- অভিমান

লেখনী ----ব্রতশ্রী বোস

তারিখ --- ২০. ১১. ২০২০


আজ পলাতক উষ্ণতা আর উজাড় করা শৈত্য

স্তব্ধ আলোয় থমকে থাকা ভীষণ বৈপরীত্য ! !


ছেঁড়াখোঁড়া মনের পাতায় হাতড়ে যাওয়ার শব্দ

গোপন ভাটির জমাট জলে ভিজতে থাকে অব্দ ...


অতীতরা সব ভবিষ্যতের খুঁটির সঙ্গে বাঁধা ....

সূর্য ডোবার অনেক আগেই মুখ লুকিয়ে কাঁদা


ব্যস্ত শহর , তপ্ত দুপুর তবুও ফুরোয় কথা ;

অঘ্রাণের এই শেষ বেলাতেই তীব্ৰ শীতলতা 


পাকদন্ডী বাইছে প্রবল মন খারাপের ঢেউ .....

অভিমান আজ আকাশছোঁয়া , বুঝলোনা তো কেউ


একটা করে সকাল আসে বলিরেখায় ভরা ...

সোহাগী মন ভোর ছুঁতে চায় আলোয় উজাড় করা ! !