Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ/কবিতাশিরোনাম /আঁধার কেটে যাবেকলমে/জয়া গোস্বামী ১১/১১/২০২০********************************দুচোখে রঙিন স্বপ্ন দেখে যাই!ধূসর পৃথিবী মুক্তি পাবে আর কবে ?ভয় কাটিয়ে উঠবে আবার আগের মত হয়ে।চতুর্দিকে কান্নার আর্তনাদ পারছিনা সইতে…

 


বিভাগ/কবিতা

শিরোনাম /আঁধার কেটে যাবে

কলমে/জয়া গোস্বামী 

১১/১১/২০২০

********************************

দুচোখে রঙিন স্বপ্ন দেখে যাই!

ধূসর পৃথিবী মুক্তি পাবে আর কবে ?

ভয় কাটিয়ে উঠবে আবার আগের মত হয়ে।

চতুর্দিকে কান্নার আর্তনাদ পারছিনা সইতে!

প্রিয়জন আছে আমার আজ অনেক দূরে

নিস্তার নেই মনে হয় এবার মারবে ছোবল

 এক এক করে ভয়ে আমি রই একা বসে 

উদাস হয়ে নীরবে নিঃশব্দে কাঁদি আমি 

তাদের তরে অনাথ পথশিশু রাস্তায় 

আছে পড়ে!!

কেউ নেই আজ তাদের পাশে ভয়ে আছে 

সব দুরে সরে,পৃথিবী কাঁদে আজ আপন মনে 

ঈশ্বরের আসুনে আজ কে রয়েছে বসে!!!

ঘরে ঘরে বিভীষিকা জীবনযুদ্ধের দামামা  

বাজে রণক্ষেত্রে আমরা সবাই আজ 

উদভ্রান্তের মত ছুটে চলি সব ....

বিবেককে দিলাম গলাটিপে মেরে

রইলাম দুরে সরে প্রিয় মুখগুলি দেখিনি ভয়ে

চলে গিয়েছে নীরবে চলে.....

বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে মনুষ্যত্বকে দিলাম বিসার্জন  ।শিকলে বাঁধা পা আজ আমাদের। 

রাখি আশা একুশের পৃথিবী আবার হাসবে সব আধাঁর কেটে যাবে  নতুন ভোর আসবেই আসবে।

***************************************