Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ১১/১১/২০২০২৫শে কার্তিক ১৪২৭
বিনির্মাণ 
বিনির্মাণ প্রশ্ন রাখে ভ্রূণের ভ্রমণেঃসদুত্তর প্রত্যাশায় হাঁটুগেড়ে বসে।কলুষ কালিমা যত যায় দূরে যায়।বেদবাক্য প্রতিবেশে শব্দের কৃপায়,যাও পাখি ধীরগতি সুদক্ষ পক্ষ…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

১১/১১/২০২০

২৫শে কার্তিক ১৪২৭


বিনির্মাণ 


বিনির্মাণ প্রশ্ন রাখে ভ্রূণের ভ্রমণেঃ

সদুত্তর প্রত্যাশায় হাঁটুগেড়ে বসে।

কলুষ কালিমা যত যায় দূরে যায়।

বেদবাক্য প্রতিবেশে শব্দের কৃপায়,

যাও পাখি ধীরগতি সুদক্ষ পক্ষতে। 

দাও স্থান ঈশ্বরের প্রকৃষ্ট উদ্যানে,

যথাযথভাবে হোক বিশিষ্ট বিচার।


বিনির্মাণ তত্ত্ব সব উদ্ভিন্ন প্রচারে

নির্মানের এক নাম বিশিষ্ট নির্মাণ। 


কায়ার ছায়াতে পুষ্ট হয় দিগ্বিদিক। 


ভ্রমনের ইচ্ছা তাই মধুর প্রভাতে,

আনন্দ আলয়ে বাস শব্দের দ্যূতিতে...

রসের মাধুর্যে পূর্ণ পবিত্র কারুতে...


সফল সফর হ'ল অবিরাম স্রোতে।


অচ্ছ্যেদ্য বন্ধনে ছোঁয় একী মায়াজাল!


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়