--অমিতাভ গঙ্গোপাধ্যায়---–---–--------কলকাতার জিপিও অঞ্চলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কো-আর্ডিনেশন কমিটি, বিবিদী বাগ জোনের উদ্দোগে দুসপ্তাহ ব্যাপি ধরে চলল শারদীয় কিচেন।পূজোর কটা দিন গরীব মানুষের পাশে দাঁড়ানোর, উৎসবের দিনগুলো ওঁ…
![]() |
ছবি - গনশক্তি |
--অমিতাভ গঙ্গোপাধ্যায়---–---–--------
কলকাতার জিপিও অঞ্চলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কো-আর্ডিনেশন কমিটি, বিবিদী বাগ জোনের উদ্দোগে দুসপ্তাহ ব্যাপি ধরে চলল শারদীয় কিচেন।পূজোর কটা দিন গরীব মানুষের পাশে দাঁড়ানোর, উৎসবের দিনগুলো ওঁদের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যে ছিল এই উদ্যোগ।আক্ষরিক অর্থে ছিল এটি "শারদীয় কিচেন"। কিচেনের শেষ দিন ছিল মঙ্গলবার।এদিন জিপিওতে এসে উৎসাহ যোগান গণ আন্দোলনের নেতা,বামপরিষদীয় ডঃসুজন চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন বিবাদীবাগ জোনাল কযমিটির সম্পাদক শম্ভু চক্রবর্তী।ছিলেন অধ্যাপিকা ডঃনন্দিনী মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিবাদী বাগ জোনাল কমিটির সম্পাদক শম্ভু চক্তবর্তী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের কাজ চালিয়ে যাবার কথা ব্যক্ত করেন।
শারদোৎসব এবং তাকে ছাপিয়ে আরো কয়েকদিন কো-অর্ডিনেশন কমিটির কর্মীদের কেটেছে এই কিচেনের আয়োজনকে কেন্দ্র করে। প্রতিদিন ই সংগঠনের মহিলা কর্মীদের দেখা গিয়েছে পরিবারের মত করেই এখানকার কিচেন সামলাতে।গোটা কর্মকান্ডে কলকাতা জিপিও পোষ্টাল ও আর এম এস সংগঠনের সদস্যরাও সহযোগিতা করেন। এই কয়দিন ধরে বিভিন্ন সময়ে ছাত্র-যুব মহিলা শ্রমিক কর্মচারী ও গণ আন্দোলনের এরাজ্যের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতি কর্মসূচিতে এক বিশেষ মাত্রা যোগ করেছে।