Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোসিয়ারি মজদুর ইউনিয়নের সম্মেলন, মূল্য বৃদ্ধির সমালোচনা

বাবলু বন্দোপাধ্যায় ,  কোলাঘাটহোসিয়ারী মজদুর ইউনিয়নের সম্মেলনেও আলু পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা।সরকারি হিসেবে এখনো 70 ভাগ মানুষ আজও  দরিদ্র সীমার নিচে বাস করছে। যাদের দৈনিক আয় মাত্র…




বাবলু বন্দোপাধ্যায় ,  কোলাঘাট

হোসিয়ারী মজদুর ইউনিয়নের সম্মেলনেও আলু পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা।

সরকারি হিসেবে এখনো 70 ভাগ মানুষ আজও  দরিদ্র সীমার নিচে বাস করছে। যাদের দৈনিক আয় মাত্র কুড়ি টাকা।  এই আয়ের মধ্যেই আলু 45 টাকা পিঁয়াজ ষাট টাকা কেজি দরে কিনতে হচ্ছে।  কেন্দ্র ও রাজ্য সরকার এই মূল্যবৃদ্ধির জন্য  কোন বাক্য ব্যয় না করায়  তীব্র সমালোচনায় মধ্যে দিয়ে কাঠগড়ায় দাঁড় করালো ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন। 

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট ব্লকের উত্তর জিঁয়াদা হাইস্কুলে  ইউনিয়নের দশম সম্মেলনে শ্রমিকদের উদ্দেশ্যে উপস্থিত নেতৃত্বরা বললেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার গুলির মালিক তোষণ নীতির ফলে শ্রম আইন লংঘন করে স্থায়ী শ্রমিক না রেখে ঠিকা প্রথার সমস্ত কাজ করছে। শ্রমিকদের বাঁচার মতো মজুরি তো দূরের কথা,সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বোনাস ইএসআই সহ অর্জিত অধিকার গুলি একে একে হরণ করছে। শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা না করেই নিত্যনতুন একে অপরকে দোষারোপ করতে দেখা যাছে বর্তমান  পরিস্থিতিতে।  শ্রমিকদের স্বার্থে এই ইউনিয়ন আগেও যেমন ময়দানে ছিল আগামী দিনে থাকবে বলেও শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দেন। 

আজকের এই সম্মেলনে  উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়েক, সভাপতি  মধুসূদন বেরা, সংগঠনের অন্যতম নেতা তপন কুমার আদক,  নেপাল বাগ প্রমূখ নেতৃত্ব। সম্মেলন শেষে একটি শক্তিশালী  কমিটি গঠন করা হয় বলেও  জানা যায়।