Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রংয়ের বিচ্ছুরণে রঙিন সাহিত্য সভা সাহিত্য রং বেরং পত্রিকার

সোমনাথ মুখোপাধ্যায়কোভিড আবহের মধ্যেও, সাহিত্য রং বেরং পত্রিকা ও স্প্লেনডিড ইভেন্ট গ্রুপের যৌথ উদ্যোগে এক বর্ণালী সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে গেল। একইসঙ্গে পালন করা হল বিজয়া সম্মিলনী।গতকাল ৮ই নভেম্বর সন্ধ্যায়। উত্তর শহরতলির বরানগরের …

 

সোমনাথ মুখোপাধ্যায়

কোভিড আবহের মধ্যেও, সাহিত্য রং বেরং পত্রিকা ও স্প্লেনডিড ইভেন্ট গ্রুপের যৌথ উদ্যোগে এক বর্ণালী সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে গেল। একইসঙ্গে পালন করা হল বিজয়া সম্মিলনী।গতকাল ৮ই নভেম্বর সন্ধ্যায়। উত্তর শহরতলির বরানগরের বৈশাখী হলে।



কোভিড আবহে সরকারি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত কবি লেখকরাই আমন্ত্রিত ছিলেন। অনাড়ম্বর অথচ মনোজ্ঞ এই সাহিত্য সভায় প্রকাশিত হল সাহিত্য রং বেরং পত্রিকার শারদীয়া সংখ্যা। প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক লেখক তরুণ ঘোষ। উপস্থিত ছিলেন সাংবাদিক লেখক আবদুল কায়ুম, অভিনেতা বাণীকুমার, সাহিত্য রং বেরং পত্রিকা সম্পাদক সত্য সাধন দাস প্রমুখ।


আবদুল কায়ুম তাঁর বক্তব্যে মানবজীবনে সাহিত্য, সংস্কৃতি, ও সমাজচেতনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। রবীন্দ্রনাথের দুই বিঘা জমি আবৃত্তি করেন তরুণ ঘোষ, যা প্রশংসার দাবী রাখে। কবিদের স্বরচিত কবিতা পাঠে সকলেই তাঁদের কবিতায় স্বকীয়তা রেখেছেন। প্রলয় বসুর স্বরচিত কবিতা আলাদা করে উপস্থিত গুণীজনের প্রশংসা কুড়িয়েছেন। নাচের মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করে নেয় ক্ষুদে শিল্পী তিতাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় পৃথা ঘোষ যথাযথ।।