Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামী বিধানসভা ভোটে কংগ্রেস বাম তৃতীয় বিকল্প হিসাবে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী চায় কংগ্রেস

আগামী বিধানসভা ভোটে কংগ্রেস বাম তৃতীয় বিকল্প হিসাবে লড়াই চালিয়ে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী করতে চায় কংগ্রেস নেতৃত্ব।আগামী বিধানসভা ভোটে তৃতীয় বিকল্পের লড়াই পশ্চিমবঙ্গে। মানুষ মমতাকে পরিত্যাগ করবে, তৃণমূলকে পরিত্যাগ করবে। আর…

 


আগামী বিধানসভা ভোটে কংগ্রেস বাম তৃতীয় বিকল্প হিসাবে লড়াই চালিয়ে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী করতে চায় কংগ্রেস নেতৃত্ব।

আগামী বিধানসভা ভোটে তৃতীয় বিকল্পের লড়াই পশ্চিমবঙ্গে। মানুষ মমতাকে পরিত্যাগ করবে, তৃণমূলকে পরিত্যাগ করবে। আর বিজেপিকে আনতে চাইবে না। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদির ভাওতা দেখে নিয়েছে। তাই আজকে যারা জাতপাতের কথা বলছে, ধর্মের কথা বলছে, কংগ্রেস বলছে তৃতীয় বিকল্পের কথা। অবশ্যই বাম নেতৃত্ব কে সঙ্গে নিয়ে এই জোট তৈরি হবে। সেই জোট বাংলার মাটিতে একথাই বলবে কোন বাচ্চা ছেলে না খেতে পেয়ে ঘুমোবে না। কোন বেকার যাতে না থাকে। 


অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী হবেন। বামফ্রন্টের তরফেও মুখ্যমন্ত্রী হবেন।কংগ্রেস ভাগ করে নেবে, আড়াই বছর অধীর চৌধুরী, আড়াই বছর বামফ্রন্টের মুখ্যমন্ত্রী। প্রথম দিনেই 10 লক্ষ বেকার ভাইদের চাকরি, শিক্ষা স্বাস্থ্য এবং কৃষিতে। তার মধ্য দিয়েই নতুন বাংলা গড়ার সোপান অসংগঠিত শ্রমিকদের মধ্য দিয়েই হবে। এ কথা জানালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, আইসিসির সদস্য, তথা পূর্ব মেদিনীপুরের কংগ্রেসের অবজারভার শুভঙ্কর সরকার। সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বপ্রথম কেন্দ্র রাজ্য কমিটির নেতাদের উপস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় তমলুক শহরে জেলা কংগ্রেস কার্যালয়ে।

 এই সম্মেলনে উপস্থিত ছিলেন শেহনাজ রফিক, জাতীয় কো-অর্ডিনেটর। অসিত মিত্র, বিধায়ক সহ-সভাপতি পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি।শ্রীমতি শুভ্রা মুখার্জী ভাইস চেয়ারম্যান এ আই ইউ ডব্লিউ সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সহ পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ববৃন্দরা। আগামী বিধানসভা কে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতেই এই সম্মেলনের আয়োজন।এই সম্মেলনে অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়।