দেশমানুষডেস্ক, তরুণ চট্টোপাধ্যায় : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন, দেখলেন,জয় করলেন কিনা তা বলার সময় এখনো আসেনি।তবে কাল যেখানে অমিত শাহ মধ্যাহ্নভোজ সেরেছিলেন সেখান থেকে সাতশো মিটার দূরে আজ তৃনমূল জনসভা করবেন।কাল ছিল বিজেপির দিন…
দেশমানুষডেস্ক, তরুণ চট্টোপাধ্যায় : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন, দেখলেন,জয় করলেন কিনা তা বলার সময় এখনো আসেনি।তবে কাল যেখানে অমিত শাহ মধ্যাহ্নভোজ সেরেছিলেন সেখান থেকে সাতশো মিটার দূরে আজ তৃনমূল জনসভা করবেন।
কাল ছিল বিজেপির দিন।আজ সেখানে বাগুইআটির সেই মাটিতে জনস্রোত আনতে চলেছেন তৃনমূল দল।
অমিত শাহের প্রত্যেকটি কথার জবাব দেওয়া হবে এই সভা থেকে।সোনার বাংলা যে শুধু কথার কথা সে কথাই জানাবেন তৃনমূল নেতৃত্ব ।
অমিত শাহের দিবা স্বপ্ন কে আজই ধূলুন্ঠিত করতে চাইছেন তৃনমূল ।
তৃনমূল কে যে বাংলা থেকে উৎখাতের ডাক দিলেন অমিত শাহ তার জবাব ও আজ দেবে তৃনমূল ।
জানা গেছে আজকের সভায় খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায় সহ আরো কিছু তৃনমূলের নেতা নেত্রী বক্তব্য রাখবেন।
আগেই বলেছি অমিত শাহ বাংলায় পা রেখেই জমিয়ে দিলেন বঙ্গের ভোট।
শুরু হয়ে গেল বিজেপি বনাম তৃনমূলের কুরশি দখলের লড়াই।
2020 বিশে বিষ আর নয়।করোনা আবহের মধ্যেই চলবে মসনদ দখলের লড়াই ।
লড়াকু রা তৈরি।এখন শুধু অপেক্ষা নির্বাচনের দিনক্ষন।
ঘাসফুল না পদ্ম ।এই নিয়ে জমে গেল বাংলার ভোট।