আক্ষেপ কৌশিক চট্টোপাধ্যায়
মা ভালো শাড়ি পায় নাকিন্তু যেই শাড়িটাই মা পরেসেটাতেই যেন রোদের আলপনা থাকে ,নদীর গন্ধ ভেসে আসে আঁচল থেকেআর শাড়িটা হয়ে ওঠে মায়াময় ।
মেয়েটা ভালো জামা পায় নাকিন্তু যেই পোশাকটাই গায়ে দেয়নক্ষত্…
আক্ষেপ
কৌশিক চট্টোপাধ্যায়
মা ভালো শাড়ি পায় না
কিন্তু যেই শাড়িটাই মা পরে
সেটাতেই যেন রোদের আলপনা থাকে ,
নদীর গন্ধ ভেসে আসে আঁচল থেকে
আর শাড়িটা হয়ে ওঠে মায়াময় ।
মেয়েটা ভালো জামা পায় না
কিন্তু যেই পোশাকটাই গায়ে দেয়
নক্ষত্রলোক তাকে দেখতে ভীড় করে
দেমাকি চাঁদ লজ্জায় মুখ লুকায়
ঘরময় তারাদের মেহফিল বসে ।
একটু যদি বড়ো হতো ঘরটা
আর মা'কে দেখতে পেতাম বাইরে ,
একটু যদি পথেও খুঁজে পেতাম মেয়েটাকে
আর আমাদের বুক থাকতো খোলা
তবে , আক্ষেপহীন থাকতো কবি ।
-------০০০০০------
কৌশিক চট্টোপাধ্যায়