গদ্য কবিতা। শিরোনাম "এমনটি"কলমে সুনীল বণিক। ০৭/১১/২০২০""""""""""""""""""এমনটি সুনীল বণিক। ************এমনটি কোথাও নেই------যে এক…
গদ্য কবিতা।
শিরোনাম "এমনটি"
কলমে সুনীল বণিক।
০৭/১১/২০২০
""""""""""""""""""
এমনটি
সুনীল বণিক।
************
এমনটি কোথাও নেই------
যে একবার কক্ষে প্রথম স্থান পেয়েছে বলে,
তাকে আর প্রথম দেওয়া যায় না।
একবার যে প্রতিযোগিতায় শীর্ষস্থান পেয়েছে বলে,
তাকে আর পুরস্কৃত বা সম্মাননা দিতে নেই।
এমনটি কোথাও নেই-------
কবিগুরু নোবেল ভূষিত হয়েছিলেন বলে,
তিনি যে আর কখনো কোথাও সম্মানিত হন নি।
তা তো নয়।
তিনি দিকে দিকে, বারংবার, প্রতিনিয়ত
সম্মানিত হয়েছেন।
একবার বিশ্বকাপ বিজেতা যে আর বিশ্বকাপ
জিততে নেই ,তা তো নয়।
এমনটি কোথাও নেই-----
একবার যিনি প্রধান হয়েছেন, তাকে যে আর
প্রধান করা যাবে না বা প্রধান হতে নেই,
তা তো নয়।
যোগ্য যে,গুণী যে সে বার বার যোগ্যতার কদর
পেতে পারে ,করা যেতে পারে।
অবাক সব গল্প, অবাক সব ভাবনার চরিত্র,
জ্ঞানী গুণী যত দেখি অবাক হই।
ঠিকই, প্রদীপ আলো বিতরণ করলেও
তার নীচে ,নিজের দিকটা অন্ধকার ই থাকে।
এ সমস্ত অন্যায় অবিচার দেখবো শুনবো
আর কিছু বলবো না,চুপ থাকবো।
তা তো নয়।
*********0*********