Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :সীমানা কলমে :শিউলি নন্দন ১৯/১১/২০২০
অদৃশ্য কাঁটাতারের সীমানাটা টের পাই অনুভবে, লঙ্ঘন করবো সে দুঃসাহস নেই এ নশ্বর দেহে । মেনে আর মানিয়ে নেওয়া জীবন ভরের এই তো নিয়ম , সীমানা অতিক্রম করে দেব না নিজেকে বিসর্জন । নিয়ম মাফিক চলার …

 


কবিতা :সীমানা 

কলমে :শিউলি নন্দন 

১৯/১১/২০২০


অদৃশ্য কাঁটাতারের সীমানাটা টের পাই অনুভবে, 

লঙ্ঘন করবো সে দুঃসাহস নেই এ নশ্বর দেহে । 

মেনে আর মানিয়ে নেওয়া জীবন ভরের এই তো নিয়ম , 

সীমানা অতিক্রম করে দেব না নিজেকে বিসর্জন । 

নিয়ম মাফিক চলার ইচ্ছে অভাবের জমা খাতায় , 

সবটুকু উৎসর্গের পরেও কিছু না পাওয়া থেকেই যায় । 

মরুভূমির বালিয়াড়িতে বৃষ্টি আনতে চায় , 

পিয়াসী ইচ্ছেগুলো ভিজবে অসময়ী শ্রাবণের ধারায় । 

তৃষ্ণার্ত চাতক জলের খোঁজে ঘুরে মরে সারাবেলা , 

বৃষ্টি চাই এর করুণ ডাক তাইতো এতো হেলাফেলা । 

তপ্ত রুক্ষ দুপুর ও জানে নিজের সীমা পরিসীমা , 

বসন্তের আলতো বাতাসের যে সেখানে আসতে মানা । 

মেঘবালিকা ভাসে না যখন ওই কালবৈশাখীর দিনে , 

নিজের সীমানাটুকু সকলেই তাই নিয়েছে মেনে ।