Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

যিনি আমায় জন্ম দিয়েছেন,আমায় স্নেহ ভালোবাসায়দুহাতে আগলে রেখেছেন,আমার ছোট্ট ছোট্ট আঙুল ধরে চলতে শিখিয়েছন,আমার একটা ডাক শোনার জন্য অধির আগ্রহে বসে থাকতেন,নিজের শখ স্বাদ ইচ্ছে বিসর্জন দিয়ে আমার সমস্ত ইচ্ছে আবদার পুরন করেছেন,শত কষ্টে…

 


যিনি আমায় জন্ম দিয়েছেন,

আমায় স্নেহ ভালোবাসায়

দুহাতে আগলে রেখেছেন,

আমার ছোট্ট ছোট্ট আঙুল 

ধরে চলতে শিখিয়েছন,

আমার একটা ডাক শোনার 

জন্য অধির আগ্রহে বসে থাকতেন,

নিজের শখ স্বাদ ইচ্ছে বিসর্জন দিয়ে 

আমার সমস্ত ইচ্ছে আবদার পুরন করেছেন,

শত কষ্টের মাঝেও যাঁর কাছে 

আমি সব সময় রাজকুমারী,

আমার জীবনের প্রথম পুরুষ 

তিনি হলেন আমার বাবা।

যে রাখি আর ভাই ফোঁটাতে

আমার জন্য সারাদিন অপেক্ষা করেছে,

যে নিজের ছোট ছোট ইচ্ছে 

গুলো লুকিয়ে আমায় চকলেট 

দিয়ে হাঁসি ফুটিয়েছে,

বদমাইশদের টিটকারি 

থেকে রক্ষা করেছে।

আমায় স্কুলের থেকে বাড়ি 

নিয়ে এসেছে, সে আমার জীবনের 

দ্বিতীয় পুরুষ আমার দাদা।

যার ভালোবাসা পেয়ে আমি 

আর সব ভুলে যায়,

যার ওপর কথায় কথায় অভিযোগ 

অভিমান করতে পারি,

যার অপেক্ষায় প্রহর গুনতে পারি,

যার ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য

সারাদিনর ক্লান্তি ভুলে সন্ধ্যায় সেজে

ঘড়ির কাঁটায় দরজার দিকে তাকিয়ে থাকি,

ফিরতে দেরী হোলে হাজারো প্রশ্নে

উত্তরের দাবি করি,

যার বুকে মাথা রেখে শান্তির 

ঘুম ঘুমাতে পারি,

সে আমার প্রিয়া,আমার জীবনের তৃতীয় 

পুরুষ আমার স্বামী শিরোমণী।

যাকে আমি কথায় কথায় বকতে পারি,

যার না বলা কথা বুঝতে পারি,

খুনশুটির ঝগড়া করতে পারি,

অনায়াসে বিশ্বাস করতে পারি,

ভুল হলেও ক্ষমা করে দিতে পারি,

মনের সুখ দুঃখের কথা বলতে পারি,

আমার জীবনের চতুর্থ পুরুষ 

আমার প্রাণের সখা।

প্রহরায় থাকা মানুষ গুলো,

যাদের জন্য রাতে ঘরে নিশ্চিন্তের

ঘুম ঘুমিয়ে পরেরদিন পূব আকাশে

সুন্দর একটা সূর্যকে দেখতে পাই,

তারা হলেন বীর যোদ্ধা,

আমাদের সবার জীবনের গুরুত্বপূর্ণ পুরুষ।

তোমাদের প্রতিটি পুরুষের দরকার আমার জীবনে,

তোমারা ভালো থেকো,সুখে থেকো।


                              🖊 কবিতা_সামন্ত


আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে তোমাদের সকল পুরুষদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।