**বিচার**(আমার কবিতা)++++++++---রমা মোহান্ত ।।
আমি কে, কি করেছি , বা, কেমন করেছি, কেনই বা করেছি,এর বিচার করার,--আমি কেউ নয়, সে নয়, তুমিও নও...!সময় বিচার করে তার ।ঝড়ের দাপটে যায় উড়ে খড় কুটো...!বৃক্ষ বেঁচে থাকে,বৃদ্ধ শরীরে…
**বিচার**(আমার কবিতা)
++++++++---রমা মোহান্ত ।।
আমি কে, কি করেছি , বা, কেমন করেছি, কেনই বা করেছি,এর বিচার করার,--
আমি কেউ নয়, সে নয়, তুমিও নও...!
সময় বিচার করে তার ।
ঝড়ের দাপটে যায় উড়ে খড় কুটো...!
বৃক্ষ বেঁচে থাকে,বৃদ্ধ শরীরে --
শিকড় ছড়িয়ে ।
উৎপাটিত করে সাধ্য কার..??
মুছে যায় কালে কালে
মৌসুমি ফুলের বাহার।
কারুর সুগন্ধ সহ--
কেউ শুধু রূপ নিয়ে তার।
এ পৃথিবীতে যাহা কিছু আছে, সবে আছে প্রয়োজন জেনো ।কিছু আমার কাছে, কিছু তোমার কাছে,
কিছু বা অন্যের কাছে ।
কেই বা হবে তার বিচারক ..?
সেই হবে ঠিক..?কত টুকু জানাই বা তার পরিস্থিতি ?
মন-দোলা চাল তার..?
তাই -ই বিচার করতে বসা, শুধু কালক্ষয় ।
নষ্ট সময় ..!
তার চেয়ে বিচারের ভার ছেড়ে দিয়ে --,
একটু নিজের কাজ,
বরং এগিয়েই রাখি..?
আজ আছি,কে জানে কাল --,থাকি কিনা থাকি ..??💞
***বিচার**(আমার কবিতা)
+++ রমা মোহান্ত ।।