Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা/০৪-১১-২০২০হাপর     # গোপেশ রায় ৷ 
আমি আপাত শব্দ সীমার মধ্যে আছিসন্ত্রস্ত এবং ভীত, চৌদ্দ লাইনের কবিতা লেখার তাগিদে এগিয়ে চলেছি মুখে মাক্স সাঁটানো আছে !কথা যে বলব তার উপায় নেই ,জলতেষ্টা পেলে কী করব নিদানটুকু জানানো হয়নি —তবু…

 


কবিতা/০৪-১১-২০২০

হাপর 

    # গোপেশ রায় ৷ 


আমি আপাত শব্দ সীমার মধ্যে আছি

সন্ত্রস্ত এবং ভীত,

 চৌদ্দ লাইনের কবিতা লেখার তাগিদে 

এগিয়ে চলেছি মুখে মাক্স সাঁটানো আছে !

কথা যে বলব তার উপায় নেই ,

জলতেষ্টা পেলে কী করব নিদানটুকু জানানো হয়নি —

তবুতো খোলা চোখে দেখছি অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে বেপরোয়া কোভিড করোনা বিশ্বজয়ীর খেতাব ইতিমধ্যে করায়ত্ত !

এবার কিশোরকালীন নিরাপত্তা বলয়ে ঢুকবে

ব্লাকবোর্ড, ডাস্টার, চকখড়ি ৷ সব তমাদি হয়েছে অংককষি ধারাপাত !

অন লাইন হাপরে হাঁপায় সব বাল্যকাল বালিকাবেলা ৷ খেলাধূলা ...


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷প.ব.৷ভারতবর্ষ৷ ০৪-১১-২০২০|