কবিতা-কথা ছিলোকলমে-সুদীপ্তা দে সরকার
কথা ছিলো দেখা হবে মেঘের ওপারে,হেঁটে যাবো দুজনায় ছায়াপথ ধরে।যেখানে চাঁদের আলো ভালোবাসা আঁকে,রং মাখে রামধনু বৃষ্টির ফাঁকে।সেখানে রইবো মোরা আবেগেতে ভেসে,বাঁচবো দুজনে মিলে শুধু ভালোবেসে।হারিয়েছো…
কবিতা-কথা ছিলো
কলমে-সুদীপ্তা দে সরকার
কথা ছিলো দেখা হবে মেঘের ওপারে,
হেঁটে যাবো দুজনায় ছায়াপথ ধরে।
যেখানে চাঁদের আলো ভালোবাসা আঁকে,
রং মাখে রামধনু বৃষ্টির ফাঁকে।
সেখানে রইবো মোরা আবেগেতে ভেসে,
বাঁচবো দুজনে মিলে শুধু ভালোবেসে।
হারিয়েছো তুমি আজ তারাদের ভিড়ে,
কথা দিয়ে কেনো বলো চলে গেলে দূরে?
স্মৃতিগুলো উঁকি মারে ব্যথাতুর মনে,
রোজ রাতে চেয়ে থাকি আকাশের পানে।
ফিরবেনা জানি কভু,আসবেনা কাছে,
মৃত স্বপ্নেরা চোখ ভারী করে আছে।
মিলবো আবার দেখো মেঘের ওপারে,
থাকবেনা কোনো বাধা মরণের পরে।