সহজ কথা
সিদ্ধার্থ রায় চৌধুরী
৪ঠা নভেম্বর ২০২০
সহজ আমি দাঁড়িয়ে আছিতোমার জন্য দোরের কোণে দুটি কথা সহজ মনেবলব ভাবি চোখের আড়েমনটি তখন শাড়ির পাড়েসহজ কথা বুঝতে না,রেকে কাকে ঠিক কেমন দেখেবুঝতে পারা খুবই কঠিন ও রে আমার বাড়িয়ে বলাহায়রে…
সহজ কথা
সিদ্ধার্থ রায় চৌধুরী
৪ঠা নভেম্বর ২০২০
সহজ আমি দাঁড়িয়ে আছি
তোমার জন্য দোরের কোণে
দুটি কথা সহজ মনে
বলব ভাবি চোখের আড়ে
মনটি তখন শাড়ির পাড়ে
সহজ কথা বুঝতে না,রে
কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা খুবই কঠিন
ও রে আমার বাড়িয়ে বলা
হায়রে আমি বড়ই অর্বাচীন
বিকিয়ে গেছে চোখের চাওয়া
বুকের কাছে তোমায় পাওয়া
চোখের আলোয় পণ্য হলো
যা-কিছু আজ ব্যক্তিগত
তা সবই হারিয়ে গেল
রইল পড়ে সব এখানে
ক্লান্ত আমি সহজ কথা শুধু
অপেক্ষায় থাকি ঘরের কোনে।