উল্টো স্রোতে, থেকো সাথেকলমে.. শুভ্রাংশু কুম্ভকারতারিখ..০৪/১১/২০২০
আলগোছে সব ইশারারা হাত বাড়িয়ে,নিচ্ছে ডেকে আমায় দেখো অন্যদিকে,ইচ্ছে স্রোতের নদী আমার বরাবরই,উজান বুঝেও উল্টোদিকে বইতে থাকে।
অনাথ আমার স্বপ্নগুলোর নেই ঠিকানা,খড়কুটোরই …
উল্টো স্রোতে, থেকো সাথে
কলমে.. শুভ্রাংশু কুম্ভকার
তারিখ..০৪/১১/২০২০
আলগোছে সব ইশারারা হাত বাড়িয়ে,
নিচ্ছে ডেকে আমায় দেখো অন্যদিকে,
ইচ্ছে স্রোতের নদী আমার বরাবরই,
উজান বুঝেও উল্টোদিকে বইতে থাকে।
অনাথ আমার স্বপ্নগুলোর নেই ঠিকানা,
খড়কুটোরই মতন খোঁজে কুল কিনারা,
পিঁপড়েকে দেয় পাতা যে সেই ঘুঘুর মত,
জীবন পথে কেউ যদি হয় সেই সাহারা।
সাবেক ধারা যেমন বয় নীচের দিকে,
কাটিয়ে বাধা অন্য গতি আমার বুকে,
চাপা ইচ্ছে জমা আমার দৃপ্ত চোখে,
স্পষ্ট রকম ছাপ ফেলে যায় হাস্যমুখে।
হোকনা শ্লথগতি,তবুও একটু অন্য স্বাদের
জীবন পেতে দুঃখ সইতে রাজি আছি,
ঝড় তুফানে নৌকাখানা যদি টলে,
পাড়ি দিতে সাথে তুমি থেকো মাঝি।