Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা - হৈমন্তীকাকলমে - দোলা ভট্টাচার্যতারিখ - 7.11.2020
এসো হৈমন্তীকা, এসো বিষণ্ণ বিকেলের পথ বেয়ে। সাঁঝের আকাশে ফুটে ওঠে একে একে তারা, ভেসে আসা ছাতিমের ঘ্রাণবাতাস কে করে তোলে ভারী। শিশির পতনের অশ্রুত শব্দধরা দেয় অখন্ড নিস্তব্ধ…


 কবিতা - হৈমন্তীকা

কলমে - দোলা ভট্টাচার্য

তারিখ - 7.11.2020


এসো হৈমন্তীকা, 

এসো বিষণ্ণ বিকেলের পথ বেয়ে। 

সাঁঝের আকাশে ফুটে ওঠে একে একে তারা, 

ভেসে আসা ছাতিমের ঘ্রাণ

বাতাস কে করে তোলে ভারী। 

শিশির পতনের অশ্রুত শব্দ

ধরা দেয় অখন্ড নিস্তব্ধতায়। 

কুয়াশার আবরনে ঢাকা

কে ওই রহস্যময়ী নারী

হাতে নিয়ে সন্ধ্যার দীপ! 

ভয় পাছে দীপখানি নিভে যায় দমকা বাতাসে, 

প্রদীপ্ত শিখাটিরে ঢেকে নিয়ে আঁচল আড়ালে

ধীর পায়ে নেমে আসে অঙ্গন মাঝে, 

নত মুখে দীপটিরে

রেখে দেয় তুলসীতলায়। 

বেজে ওঠে মঙ্গল শাঁখ, 

জ্বলে ওঠে দীপালোক গৃহদ্বারে দ্বারে। 

আলোকিত গৃহকোণে

একাকী প্রতিক্ষীয়া থাকে সেই মেয়ে, 

প্রিয় তার আসবে কখন! 

জোনাকিরা দীপ জ্বালে

উঠোনের ছায়ায় মায়ায়, 

তারা ভরা আকাশের নীচে, 

একটিমাত্র দীপশিখা উর্ধমুখী হয়ে

কারে করে আহ্বান-

এসো এসো এসো তুমি ফিরে। 

এ আলোতে দেখে নাও পথের দিশা, 

শিউলি গন্ধে আমোদিত অঙ্গনখানি

আজও আছে তোমারই প্রতীক্ষায় ॥