Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মেঘ কেটে যাবে....কলমে.. শুভ্রাংশু কুম্ভকারতারিখ..০৭/০৮/২০২০
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আমরা সবাইমনে মনে টুকরো টুকরো আশা দিয়ে বাসা বুনে চলেছি।বজ্রগর্ভ মেঘের ভ্রুকুটি উপেক্ষা করে,স্বপ্নময় সুন্দর আগামীর বৃষ্টিতে ভেজার অপেক্ষ…


 মেঘ কেটে যাবে....

কলমে.. শুভ্রাংশু কুম্ভকার

তারিখ..০৭/০৮/২০২০


পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আমরা সবাই

মনে মনে টুকরো টুকরো আশা দিয়ে বাসা বুনে চলেছি।

বজ্রগর্ভ মেঘের ভ্রুকুটি উপেক্ষা করে,

স্বপ্নময় সুন্দর আগামীর বৃষ্টিতে ভেজার অপেক্ষায় আছি।

কর্কশ গর্জন কানের পর্দায় আঘাত হানে,

হাতের ছোট্ট আড়াল ভালোবাসায় তাকে ঘেরে,

তরঙ্গের দৈর্ঘ্য বাড়ে সাহস বিস্তৃত বক্ষে প্রতিফলনে,

শব্দদানব হয়েছে বন্দী গুনগুন সুরে।

মাথা গোঁজার চালাঘর হয়তোবা উড়ে যাবে দুর্বল ঝড়ে,

আশাহত চেতনারা প্রবাহমান পড়ে থাকা কাঠামোটা জুড়ে।

সভ‍্যতার কলুষ বাষ্প সৃষ্ট ঝরোধারা শেষে

নব দিগন্তে রঙধনু দেখা যাবে গোধূলিবেলাতে,

নির্মেঘ আকাশে শান্ত রাত্রি নামবে 

নিষ্কলঙ্ক চাঁদের অবারিত প্রেম জোছনাতে।

অসুখেরা যাবে শেষ ঘুমে আমাদের রাতজাগা চোখে,

কষ্টসাধ্য সাময়িক দিনাতিপাত হাসিমুখে জমা রাখি ভবিষ্যতের সুখে।