Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষণ্ন মোহ
মৌসুমী মন্ডল
08/11/2020
বিষণ্ন মোহের মাঝে মনের স্ফূর্তি গুলো আজ কাল আর প্রাণ পায় না৷সন্ধ্যা তারার উজ্জ্বলতার এক টুকরোও যদি ছুঁতে পেতাম এই জীবনে- জীবন আমার ধন্য হতো৷আশালতার নরম কাণ্ডে এই হৃদয়কে বুঝি আর বাঁধা গেল না!হেমন্ত…


 বিষণ্ন মোহ


মৌসুমী মন্ডল


08/11/2020


বিষণ্ন মোহের মাঝে মনের স্ফূর্তি গুলো 

আজ কাল আর প্রাণ পায় না৷

সন্ধ্যা তারার উজ্জ্বলতার এক টুকরোও

 যদি ছুঁতে পেতাম এই জীবনে- 

জীবন আমার ধন্য হতো৷

আশালতার নরম কাণ্ডে এই হৃদয়কে 

বুঝি আর বাঁধা গেল না!

হেমন্ত এবার চোখ বুঝতে চায়  

উষ্ণ কোন স্পর্শে৷

আমি আসন পেতে অসীম আগ্রহে 

নিতে চাই তারই পরশ৷

বসন্তের কোকিলকে কেউ কি দেখেছো 

 আর এমন হিমেল রাতে?

অজানা কাতরতায় জানি সে

 ধুঁকছে পিল, পিল করে আপন ঘরে৷

 একটা সাংঘাতিক অশুভ ক্ষণের 

অপেক্ষায় দিন গুনছে হাজার

 চাকচিক্কের দল৷

তবে এই মনকে আমি সর্ব কালের

 অতি বেমানান আঁচলে ঠিক 

বাঁধতে পারবো আবার ৷

নদীর বহমানতার তরঙ্গেই যোগ্য 

জবাব ফিরবে সকল স্তরে একদিন৷

সেদিনের মোহ হয়তো আমিও 

আর এড়াতে পারবোনা৷