Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

অসময়ে বৃষ্টি এলে
অসময়ে বৃষ্টি এলে,ঘন সন্নিবিষ্ট হয় পার্শ্ববর্তীনি।খোলা জানালায় বৃষ্টির ঝাপটা,এলোমেলো হাওয়া আর বর্ষণবিলাস,উন্মুখ দুটো শরীরবহুদিনের উপোস মেটায় গোগ্রাসে।
রেল লাইনের ধারের বস্তিতে ওঠে শোরগোল,বৃষ্টিতে ভিজে একাকার ক…

 


অসময়ে বৃষ্টি এলে


অসময়ে বৃষ্টি এলে,

ঘন সন্নিবিষ্ট হয় পার্শ্ববর্তীনি।

খোলা জানালায় বৃষ্টির ঝাপটা,

এলোমেলো হাওয়া আর বর্ষণবিলাস,

উন্মুখ দুটো শরীর

বহুদিনের উপোস মেটায় গোগ্রাসে।


রেল লাইনের ধারের বস্তিতে ওঠে শোরগোল,

বৃষ্টিতে ভিজে একাকার কয়লা, উনুন

ত্রিপল ধরে দাঁড়িয়ে থাকা এক প্রৌঢ়

বুকের পাঁজরের ওঠানামা জানান দেয়

সেখানে আজ পোকাদের আগমন।

 

এ শহরে রাত নামে গতানুগতিক পথে

সকাল আসে নীরব মননের শেষে।


অসময়ে বৃষ্টি এলে,

কবির কলম ছুটে চলে অবিরাম

নেতাদের ভীড় জমে বস্তিতে,

সেখানে আজ ত্রিপল বিলির ধূমধাম।


এ শহরে বৃষ্টি এলে,

উত্তাল হয় কফি হাউস

মন্ত্রী, আমলা, সুশীল সমাজ হয় সজাগ।

টেবিল চাপরানো বুলি,

আর সিগারেটের ধোঁয়ায়

বাবুদের এঁটো তোলা ছেলেটির চোখে জল আসে,

নাকি অছিলায় কান্নাকে ঢাকে ?

রাতের বৃষ্টিতে ঘরের ত্রিপল পড়ে গেছে

ভিতরে অসুস্থ মা — কি জানি কি হবে !


অসময়ে বৃষ্টি এলে,

এ শহর জানে, 

কোথায় কতটুকু নীরব থাকতে হবে !

এ শহর জানে জনমত সোচ্চার হওয়ার মানে,

অসময়ে বৃষ্টি এলে,

এ শহর ঘুম পাড়াতে জানে।।


ঈপ্সিতা মজুমদার। ২১/১১/২০২০