শিরোনাম -উপহার কলমে -শাশ্বতী পাল
বড়োলোক বাড়ির একমাত্র মেয়ে দিতিপ্রিয়া | ছোটবেলা থেকেই সাচ্ছন্দ্য, বিলাসিতার মধ্যে বড় হয়েছে | অভাব কাকে বলে কোনোদিন অনুভব করেনি |না চাইতেই সব পেয়েছে, কোনোদিন মুখ ফুটে কিছু চাইতেও হয়নি | এইববছরও দ…
শিরোনাম -উপহার
কলমে -শাশ্বতী পাল
বড়োলোক বাড়ির একমাত্র মেয়ে দিতিপ্রিয়া | ছোটবেলা থেকেই সাচ্ছন্দ্য, বিলাসিতার মধ্যে বড় হয়েছে | অভাব কাকে বলে কোনোদিন অনুভব করেনি |না চাইতেই সব পেয়েছে, কোনোদিন মুখ ফুটে কিছু চাইতেও হয়নি |
এইববছরও দিতির আঠেরো বছরের জন্মদিন রাত বারোটায় মহাসমারোহে পালন করা হলো | বাড়ির একমাত্র মেয়েকে প্রতি বছরই সবাই দামী দামী উপহার দেয় | এবছর দিতির জন্মদিনে ওর বাবা দিতিকে হীরের নেকলেস গিফট করেছে |
কিন্তু প্রতিবারের মতো এইবছরও এতোসব উপহার পেয়েও দিতি নির্বাক | ওর চোখমুখ বলে দিচ্ছে এতো দামী উপহারও দিতিকে খুশি করতে পারেনি |
সবাই দিতিকে সেরা উপহার দিয়ে খুশি করতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই মেয়েটাকে তৃপ্ত করতে পারে না |
বাড়ির সবাই ওকে অনেক বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারেনা মেয়েটা কী পেলে খুশি হবে?পরদিন বাড়িতে জন্মদিন উপলক্ষে আরও বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে |তাই রাতে সকলে খুব বেশি দেরি না করে যে যার ঘরে চলে যায় |
পরদিন ভোরবেলা একটি মিঠেল বাঁশির সুরে ঘুম ভাঙে দিতির | তড়িঘড়ি ঘুম থেকে উঠে ছাদে চলে যায় দিতি | সুরটির মধ্যে মোহময় একটা আবেশ রয়েছে যেন সেই সুর দিতিকে নিজের দিকে আকর্ষণ করছে |সেই সুরেই টানেই দিতি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে বাঁশিওয়ালা ছেলেটির পেছন পেছন দীঘির পাড়ে ফুলবনে চলে যায় |
ছেলেটি একটি গাছতলায় গিয়ে বসে পরে | সে কদমতলায় বসে আপন মনে বাঁশিতে সুরের মালা গাঁথছিল | সেই সুরের মায়াজালে দিতি জড়িয়ে পরে | ছেলেটি বাঁশি বাজানো শেষ করে যখন উঠতে যাবে তখন দিতিকে দেখে চমকে উঠে | দিতি নিজের পরিচয় জানায় |
ছেলেটি দিতির জন্মদিন জানতে পেরে ওকে হাত ধরে নদীর ধারে কাশবনে নিয়ে গিয়ে একগুচ্ছ ফুল হাতে ধরিয়ে দিয়ে বললো,' শুভ জন্মদিন '|
কাশফুল হাতে পেয়ে দিতি স্বর্গ সুখ অনুভব করলো, যেন এইমাত্র সে তার জন্মদিনের সেরা উপহারটি হাতে পেয়েছে | এতো দিন সে অনেক দামী দামী উপহার পেয়েছে তবে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ট উপহার সে আজ পেলো |এই জন্মদিনটা সত্যি দিতির স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে উঠলো |
আজ প্রথমবার প্রকৃতির সান্নিধ্যে স্বাধীনতার স্বাদ অনুভব করলো | কাশফুল হাতে একগাল হাসি নিয়ে বাড়িতে প্রবেশ করলো দিতি |