Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ : কবিতা শিরোনাম : হারিয়ে যাওয়া  কলমে : রবীন্দ্র নাথ ঘোষ২৩.১১.২০২০
 ঘরের মধ্যে গাঢ় অন্ধকার আজ মনের কোনে এক চিলতে আলো সেই আলোরই ঝলকানিতে তোমায় দেখতে পাওয়া ঘরের মধ্যে মনের মধ্যে আবার হারিয়ে যাওয়া।

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ : কবিতা 

শিরোনাম : হারিয়ে যাওয়া 

 কলমে : রবীন্দ্র নাথ ঘোষ

২৩.১১.২০২০


 ঘরের মধ্যে গাঢ় অন্ধকার আজ

 মনের কোনে এক চিলতে আলো

 সেই আলোরই ঝলকানিতে

 তোমায় দেখতে পাওয়া

 ঘরের মধ্যে মনের মধ্যে

 আবার হারিয়ে যাওয়া।


 ঘরের মধ্যে জমছে কালো মেঘ

 মনের ছাদে দাপিয়ে বেড়ায় হাওয়া

 ক্ষণপ্রভার আলিঙ্গনে

 হঠাৎ ঝলসে যাওয়া

 যন্ত্রণা সব মন্ত্রে বিলীন

 প্রথম স্পর্শ পাওয়া

 ঘরের মধ্যে মনের মধ্যে

 আবার হারিয়ে যাওয়া।


 ঘরের মধ্যে ভীষন ফুঁসছে নদী

 মনের পাড়ে আছড়ে পড়ে ঢেউ

 আপন মনে স্মৃতির খাতায়

  আঁচড় কাটছে কেউ

 হারানো সুর ভুল করে কি

 আবার সাধতে চাওয়া

 ঘরের মধ্যে মনের মধ্যে

  আবার হারিয়ে যাওয়া।


 ঘরের মধ্যে প্রত্যাশা আৱ

 মনের কোণে মায়া

 ভালোবাসার সূর্যকিরণ

 অভিমানের ছায়া

 মনকে যেন মনের মধ্যে

 নতুন করে পাওয়া

 ঘরের মধ্যে মনের মধ্যে

 আবার হারিয়ে যাওয়া।