Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম ---মুষ্টিবদ্ধ হাত ।     বিভাগ ---( গদ‍্যকবিতা)      কলমে ----সুস্নিগ্ধা রায় চৌধুরী      তাং ----০৭/১১/২০২০ ★★★★★★★★★★★★★       মিছিল চলছে মিছিল ।     অগণিত মানুষ একত্রিত হয়েছে       এক মিছিলে । কেউ চুপচাপ , কারুর হাতে আ…


 শিরোনাম ---মুষ্টিবদ্ধ হাত । 

    বিভাগ ---( গদ‍্যকবিতা) 

     কলমে ----সুস্নিগ্ধা রায় চৌধুরী 

     তাং ----০৭/১১/২০২০ ★★★★★★★★★★★★★

       মিছিল চলছে মিছিল । 

    অগণিত মানুষ একত্রিত হয়েছে 

      এক মিছিলে । 

কেউ চুপচাপ , কারুর হাতে আছে মোমবাতি ও

     তার জ্বলন্ত শিখা । 

         কেউ প্রতিবাদ করছে --------

    নিশ্চুপভাবে ,! কেউ আবার আকাশের দিকে তাকিয়ে 

      সবাই হাটছে সারিবদ্ধ ভাবে , সবাই প্রতিবাদী 

           মিছিল চলছে মিছিল । 

    সবাই পরিবর্তন চায় ,

  সমাজ , মানুষিকতা ও শোষক শ্রেনীর জন‍্য । সবাই চায় পরিবর্তন ও পালাবদল ।

                  

     সবাই প্রতিবাদ করছে এক একটা বিষয়ের উপর । কিন্তু ভবিষ্যৎ তাকিয়ে আছে সেই মানুষটির দিকে ,----------সেই শিশুটির দিকে

 যে অতি সহজে মুষ্টিবদ্ধ হাতে তীব্র 

  চিৎকার বলবে , ----------

 " রাজা তোর কাপড় কোথায় " সেই শিশু কোথায় সেই শিশু ।

যে হিরোশিমা থেকে নারী অত‍্যাচার সবার হয়ে সরব কোথায় সেই শিশু যে দৃঢ় কন্ঠে আকাশে র দিকে হাত তুলে বলবে আমি প্রতিবাদ করি প্রতিবাদ আমার রক্তে ।।