Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

রসাতলকৌশিক চট্টোপাধ্যায়
তোমাকে দিলাম টাটকা রোদ্দুরতুমি তা ছড়িয়ে দিলে বুকখোলা প্রান্তরেএখন টুকরো টুকরো রোদ নেবুপাতার গা বেয়ে নামছে  ,যারা যারা জানালা বন্ধ করে বসে  আছেতারা জানতেই পারছেনাবাইরে এমনসব বিস্ময়কর ঘটনাগুলি ঘটেই চলেছে    …

 


রসাতল

কৌশিক চট্টোপাধ্যায়


তোমাকে দিলাম টাটকা রোদ্দুর

তুমি তা ছড়িয়ে দিলে বুকখোলা প্রান্তরে

এখন টুকরো টুকরো রোদ নেবুপাতার গা বেয়ে নামছে  ,

যারা যারা জানালা বন্ধ করে বসে  আছে

তারা জানতেই পারছেনা

বাইরে এমনসব বিস্ময়কর ঘটনাগুলি ঘটেই চলেছে    ৷ 


 তোমাকে দিলাম শিশিরের মায়াজাল 

তুমি তা ছড়িয়ে দিলে গাছেদের এলোচুলে

এখন তারা গল্প করছে নদীর স্রোতের সাথে  ,

ভেসে যাবার আগে পাড়ভাঙ্গা মাটি শুনছে সেসব

আমার বুকের ভিতর খাঁ খাঁ করছে, 

এসবের খবর কেউ রাখে না  ৷


এখন আমার ভালোবাসা ছাড়া আর কিছুই দেবার নেই ,

ফকির হয়ে হেঁটে চলেছি প্রান্তর ধরে,

ছিনে জোঁকের মতো কয়েকজন এখোনো পিছু পিছু আসছে  ,

যদি ঝুলি থেকে কিছু স্বপ্নের মেঘ বের হয় !

ফকিরের ঝোলাতে কত কিই যে থাকতে পারে  ! 

আমি রসাতলের দিকেই এগিয়ে যাই  ৷


রসাতল

কৌশিক চট্টোপাধ্যায় 


-----------0000000000---------