Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

" শুভ দীপাবলি"    --- অরবিন্দ সরকার বহরমপুর,মুর্শিদাবাদ।
 আলোর মুর্চ্ছনায়,ডি,জের বাজনায় বেহিসাবী নৃত্যকলা,ছন্দহারায় এলে তুমি মা কালী!তুমি বেদীতে স্থিত ,মদে মদমত্ত উন্মাদনায় বাঙালি।আওয়াজ গগনভেদী ,বাজীর শব্দে,ডিজের আও…

 


" শুভ দীপাবলি"

    --- অরবিন্দ সরকার বহরমপুর,মুর্শিদাবাদ।


 আলোর মুর্চ্ছনায়,ডি,জের বাজনায় বেহিসাবী নৃত্যকলা,ছন্দহারায় এলে তুমি মা কালী!

তুমি বেদীতে স্থিত ,মদে মদমত্ত উন্মাদনায় বাঙালি।

আওয়াজ গগনভেদী ,বাজীর শব্দে,

ডিজের আওয়াজ কানে বাজে,

লাইনে দাঁড়িয়ে গোটাকতক পাঁঠা,তারা হবে বলি।

বৃদ্ধ মা বুক ধড়ফড়,কে কার শোনে কথা ,পড়েছি ফাঁপড়।

শব্দদূষণের বলি,গেলেন স্বর্গরথে চ'লি।

বাজে কান্নার রোল ,মূহুর্মুহু হরিবোল, বাদ্যের তালে তালে নৃত্য শব্দের কানতালি।

শমন এসেছেন একা, বিদায় জানানোর কেউ নেই,খাটে দেহখানা খালি।

এখানে মা হারা, ওখানে মা কাড়া! হতচ্ছাড়া শব্দবাজি,বাদ্য নৃত্য বাঁধনহারা। 

আগে ছিলে মা তুমি বনে জঙ্গলে, এখন তুমি মা চলে এসেছো বাড়ীর কোলে কোলে, নবকলেবরে ,আদিম ভুলে!  হতো চুপিসারে আরতি মাটির প্রদীপ জ্বালি।

কারো শুভ,কারো অশুভ , ধন্য দীপাবলি!!