অব্যক্ত যন্ত্রণাশর্মিষ্ঠা ভৌমিক
কথারা আজ বড্ড দিশেহারা !শ্মশানে চলে লাশের মহোৎসব ..বেরঙীন জীবনাক্ষরের হাজারো দীর্ঘশ্বাস !!ক্ষতের ওপর মিথ্যার প্রলেপ .... আকাশ ,বাতাস , জীবন পর্যুদস্ত! !মনের ভেতর শকুনের বাস .. উচ্ছিষ্টও নেই অবশিষ…
অব্যক্ত যন্ত্রণা
শর্মিষ্ঠা ভৌমিক
কথারা আজ বড্ড দিশেহারা !
শ্মশানে চলে লাশের মহোৎসব ..
বেরঙীন জীবনাক্ষরের হাজারো দীর্ঘশ্বাস !!
ক্ষতের ওপর মিথ্যার প্রলেপ ....
আকাশ ,বাতাস , জীবন পর্যুদস্ত! !
মনের ভেতর শকুনের বাস .. উচ্ছিষ্টও নেই অবশিষ্ট! !
এক অসহ্য যন্ত্রণা ; উপশম পালিয়েছে অজানা পথে !!
বুর্জোয়াদের তাঁবেদারিতে শোষিতরা মাটির 'পরে....
আধমরা তো পথের ধারে বেজন্মা লাশের পরিচয়ে ! !
জীবনের ঠিকানা আজ লুকিয়ে আস্তাকুঁড়ে!!
হেমলকের বিষে সক্রেটিসরা আজও মরে ।।
রেনেসাঁর কোপে নির্ঘাত দুরাচারী গিলোটিনের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু উপহার পাবে।।