উদাসী হাওয়ার পথে পথে দোলা ভট্টাচার্য4.11.2020
চলে যাচ্ছ! যাও তবে। পিছু ফিরে ডাকবো না আর। চোখ ভরা জল নিয়ে সাধবো না মিছে। অভিমানে থরোথরো ওষ্ঠপুট কাঁপে যবে, শুধাবোনা একটি বারের তরে - কোন ভুলে মাঝপথে ছেড়ে দিলে হাত! কেন গো অমন করে তব…
উদাসী হাওয়ার পথে পথে
দোলা ভট্টাচার্য
4.11.2020
চলে যাচ্ছ! যাও তবে।
পিছু ফিরে ডাকবো না আর।
চোখ ভরা জল নিয়ে সাধবো না মিছে।
অভিমানে থরোথরো ওষ্ঠপুট কাঁপে যবে,
শুধাবোনা একটি বারের তরে -
কোন ভুলে মাঝপথে ছেড়ে দিলে হাত!
কেন গো অমন করে তবে
নিবিড় বাঁধনে বেঁধেছিলে সেই রাতে!
বক্ষপাশে নিয়ে, কত না প্রিয় নাম ধরে
ডেকেছিলে সেদিন আমায়?
কত না মধু ভরা কথা বলেছিলে কানে কানে ?
সকলই কি মিছে!
ছিল শুধু অভিনয়! আর কিছু নয়?
যাও তবে, যাও চলে যাও।
মুক্ত আজ আমি, জীর্ণ পাতাটি হয়ে
উড়ে যাক মিথ্যা ভালোবাসা।