Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#মৃত্যুকেই_বেঁছে_নিয়েছিলে_তুমি-পাপাই দাস
মৃত্যু যেন সব কিছু ঠিক করে দেয় ! এই অসমাপ্ত জীবনের পাওয়া না পাওয়ায়তুমি মৃত্যুকে আপন করে নিয়ে ছিলে! আর আমি তোমায়! বাস্তবতায় হয়তো জিতে গিয়েছো তুমিহেরেও যেন আমি মৃত্যুর সামনে না দাড়িয়ে আছি ব…

 


#মৃত্যুকেই_বেঁছে_নিয়েছিলে_তুমি

-পাপাই দাস


মৃত্যু যেন সব কিছু ঠিক করে দেয় ! 

এই অসমাপ্ত জীবনের পাওয়া না পাওয়ায়

তুমি মৃত্যুকে আপন করে নিয়ে ছিলে! 

আর আমি তোমায়! 

বাস্তবতায় হয়তো জিতে গিয়েছো তুমি

হেরেও যেন আমি মৃত্যুর সামনে না দাড়িয়ে 

আছি বেঁচে। 


মৃত্যুর কপাটে নিমজ্জিত হয়ে মৃত্যুকে ডেকে

এনেছিলে তুমি, কতবার বোঝাতে চেয়েছি তোমায়, 

বুঝেও তুমি বোঝোনি হায়, চলে গেছো সব মায়ার বাঁধা অতিক্রম করে সহসা, 

তবে কি তোমার মনেই ছিলো শুধু কষ্ট? 

আমার কি ছিলো সুখ? 


তোমাকে না পাওয়ার মিথ্যে মায়ায় জড়িয়ে ছিলাম আমি! 

তুমি অচেনা মৃত্যুতেই করেছো নিজেকে শেষ। 

আমার কথা না হয় ছেড়ে দিলাম, কি হবে তা বলে? 


কখনও কি ভেবেছো তুমি তোমার জন্মদাতা মা, বাবা থাকবেন কি করে? 

তোমায় ছাড়া এই পৃথিবীতে জুড়ে। 

ভাবোনি তুমি সে কথা মৃত্যুতেই তুমি গিয়েছো ঢলে। 


শ্বাস-প্রশ্বাসবিহীন লাশটি তোমার কেউ দেখতে দেয়নি আমায়। সহস্র কান্নায় নিজেকে করেছি আজ রপ্ত, মরীচিকার মতন থেকে গিয়েছিলে তুমি অন্য কারো ভালোবাসায়, তোমার শরীর টাই যেন ছিলো তার কাছে বড় প্রাপ্তি। 


তাই মৃত্যুকেই তোমার বেঁছে নিতে হয়েছিলো, কখনোই করোনি তুমি নিজের উপর মায়া, থেকে গেছো চিরকাল অপ্রাপ্তির ছোঁয়ায়, কারো হতে চেয়ে পারোনি হতে। 


কিন্তু কি হবে তাদের যারা জন্ম দিয়েছিলো তোমায়? 

তোমার চলে যাওয়াতে হয়নি কারো ক্ষতি, তবে দুটি প্রাণ চিরদিন থেকে যাবে তোমার স্মৃতি নিয়ে, অন্তিম জীবনের লগ্নে। 

পারবে কি তাদের খুশি 

রাখতে?

যারা তোমাকে দেখিয়ে ছিলো এই পৃথিবীর আলো। 

 

  _______পাপাই ১২/১১/২০