Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পরীক্ষা তোমার, পরীক্ষা আমারও                   প্রদীপ সেন              আগরতলা, ২১/১১/২০
বেজেছে সানাই, হয়েছে শুভদৃষ্টিসিঁথিটা তোমার রাঙিয়ে সিঁদুরেহাত ধরে এনেছি আমার ঘরে। দুরু দুরু বুকে লক্ষ্মীর মতোআলতা রাঙা পা ফেলে ফেলে আমার ঘরে যে…

 


পরীক্ষা তোমার, পরীক্ষা আমারও

                   প্রদীপ সেন

              আগরতলা, ২১/১১/২০


বেজেছে সানাই, হয়েছে শুভদৃষ্টি

সিঁথিটা তোমার রাঙিয়ে সিঁদুরে

হাত ধরে এনেছি আমার ঘরে। 

দুরু দুরু বুকে লক্ষ্মীর মতো

আলতা রাঙা পা ফেলে ফেলে 

আমার ঘরে যেদিন রেখেছিলে পা

আমি কিন্তু গায়ক না হয়েও মনে মনে

গান গেয়ে তোমায় করেছি বরণ-

এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। 

আমি তো জানি, কী ঝড় বয়েছিল তোমার মনে। 

সুখের তাজমহল নাকি জতুগৃহ অপেক্ষমান 

এই ভেবে তোমার মনে বুঝি উঠেছে তুফান ।

হয়তো ভাবছো মনে প্রতি দিন তোমার অগ্নিপরীক্ষা।

আমি বলি, পরীক্ষা তো আমারও দিতে হবে

কে কার কতটা যোগ্য, সে প্রমাণ দেবার

রীতিমত প্রতিযোগিতা চলছে তোমাতে আমাতে।