Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :আলেয়া কলমে :শিউলি নন্দন ০৪/১১/২০২০
ছন্নছাড়া জীবনে আলেয়ার দেখা পাওয়া , আঁধারে আলোর দিশা ভেবে সেদিকেই ছুটে যাওয়া । ছুটন্ত ঘোড়ার পানে কিসের আশে ছোটা , ফিরে পাবে মুঠো ভর্তি একরাশ বিষন্নতা । ক্লান্ত নিঃসঙ্গ ভাঙ্গা চোরা সেই মন , …

 


কবিতা :আলেয়া 

কলমে :শিউলি নন্দন 

০৪/১১/২০২০


ছন্নছাড়া জীবনে আলেয়ার দেখা পাওয়া , 

আঁধারে আলোর দিশা ভেবে সেদিকেই ছুটে যাওয়া । 

ছুটন্ত ঘোড়ার পানে কিসের আশে ছোটা , 

ফিরে পাবে মুঠো ভর্তি একরাশ বিষন্নতা । 

ক্লান্ত নিঃসঙ্গ ভাঙ্গা চোরা সেই মন , 

শূণ্যতা পায় উপহারে ভরায় প্রিয়জন । 

হাত বাড়ালেই সীমাহীন দিগন্তরেখা , 

খুঁজে ফেরে মন আলেয়ার নেই তবু দেখা । 

মাথার উপর আকাশসম বিস্তীর্ণ নীলে ঢাকা , 

খোলা মুঠোতে আঁকড়ে রাখা ভরা শূণ্যতা । 

দিশাহীন ভাবে হাতরে ফেরে একটু আলোর আশায় , 

আলেয়া ভোলায় মনটাকে মিছে কিছু ভরসায় । 

অনুভবে থাকে সেই ক্ষনটুকু শক্ত হাতের বাঁধন , 

আলেয়ার পিছে ছুটে ক্লান্ত দিশেহারা এ মন ।