Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম-- বিফল প্রয়াস কলমে✍অমরনাথ মজুমদার ০৪|১১|২০২০______/\______
সবাই তো চায় মরার পরেও নিজের নামটা অমর হোক চিরটাকাল মনে রাখুক এই পৃথিবীর সকল লোক।সবার মনের লিপিকাতে নামটা খোদাই করতে চায় সবাই যেন স্মরণ করেন শ্রদ্ধার সাথে নির্দ্বিধ…

 


শিরোনাম-- বিফল প্রয়াস 

কলমে✍অমরনাথ মজুমদার 

০৪|১১|২০২০

______/\______


সবাই তো চায় মরার পরেও নিজের নামটা অমর হোক 

চিরটাকাল মনে রাখুক এই পৃথিবীর সকল লোক।

সবার মনের লিপিকাতে নামটা খোদাই করতে চায় 

সবাই যেন স্মরণ করেন শ্রদ্ধার সাথে নির্দ্বিধায় ।

শিল্প কলা সাহিত্য আর সেবা কিম্বা রাজনীতি 

সকল স্তরেই একটা ইচ্ছা আরও বেশি চাই খ্যাতি।

নিজের গুনের জাহির করতে এখন তো আর দ্বিধা নাই

যেনতেন প্রকারেন মিডিয়া তে প্রচার চাই।

হাজার হাজার গায়ক নায়ক কবি নেতা সাংবাদিক

দর্শক আর শ্রোতার অভাব, পাঠকরাও উন্নাসিক ।

কে রাখবে কাকে মনে, সবাই এখন জিনিয়াস 

সবাইতো চায় গুরু হতে শিষ্য হবার নাই প্রয়াস ।

অমর হয়ে থাকার মতো হচ্ছে কি আর অভ্যূদয় 

আত্মসুখের আকাঙ্খাতে মুছে যাচ্ছে পরিচয় ।