কবিতা॥কলমে-মনীষা পলমল4/11/20তোকে নিয়ে বঁাচতে চাই,,,,কবিতা!তুইই বঁাচার ইচ্ছা॥এটুকু শেষ হয়ে গেলেজীবন ব্যর্থ!সামাজিক বন্ধনের বৃত্তে আটকে থাকা মন,ছটপট করে মুক্তির জন্য,,,,,,কেউ পারে, কেউ পারে না ,,,,,ওই ইচ্ছে টুকু কেই সম্বল করি আমি,আ…
কবিতা॥
কলমে-মনীষা পলমল
4/11/20
তোকে নিয়ে বঁাচতে চাই,,,,কবিতা!
তুইই বঁাচার ইচ্ছা॥
এটুকু শেষ হয়ে গেলে
জীবন ব্যর্থ!
সামাজিক বন্ধনের বৃত্তে আটকে থাকা মন,
ছটপট করে মুক্তির জন্য,,,,,,
কেউ পারে, কেউ পারে না ,,,,,
ওই ইচ্ছে টুকু কেই সম্বল করি আমি,
আঁকড়ে ধরি, হারিয়ে যাবি বলে॥
চৈত্রের ঝরা পাতার সাথে ভাব করি,,,
তোকে পাব বলে॥
দখিনাপবন ওইপাতা ঝরা বনে
খোঁজ করে,,,,,
''সেকি এলো? ,,সেকি এলো?''
তুই আসিস ওই ঝরা পাতার মর্মরে,
দখিনাপবনের উচ্ছ্বাসে,
পলাশ,,,শিমূল,,,অশোকের রক্তিমায়॥
আর আমি? ওই উচ্ছ্বাস, ওই রক্তিমা, ওই মর্মরকে
হৃদয়ে আশ্লেষে জড়িয়ে ধরি,,,,,,,
কানে কানে বলি
''আমি তোকে নিয়ে বঁাচতে চাই
,,,,,,,,,,,,কবিতা॥''