Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগ: কবিতা শিরোনাম :  পুনর্নির্মাণ কলমে:রবীন্দ্র নাথ ঘোষ০৪.১১.২০২০
  বুকের ভেতর ঝড় উঠেছে  আছড়ে পড়ে অবিশ্বাসের ঢেউ   পাশে থাকার প্রতিশ্রুতি      দিয়েছিল যে কেউ /
  সেও এখন অন্ধকারে     মনের মধ্যে একা স্…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগ: কবিতা 

শিরোনাম :  পুনর্নির্মাণ 

কলমে:রবীন্দ্র নাথ ঘোষ

০৪.১১.২০২০


  বুকের ভেতর ঝড় উঠেছে  

আছড়ে পড়ে অবিশ্বাসের ঢেউ 

  পাশে থাকার প্রতিশ্রুতি 

     দিয়েছিল যে কেউ /


  সেও এখন অন্ধকারে 

    মনের মধ্যে একা 

স্মৃতির পাতা উল্টে দেখি 

 ওই একটা নামই লেখা /


স্মৃতির পাতাও বদলে যাবে 

  যেদিন তুমি ঘুরে দাঁড়াবে

নতুন করে স্বপ্ন দেখার আশায় 

 হয়তো বা কেউ অপেক্ষাতে

 তোমার ফেরার প্রত্যাশায় /