Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

: খুব জানতে ইচ্ছে করে✍️ স্বপ্না দাস4/11/20জানো"খুব জানতে ইচ্ছে করে,, তুমি আদৌও কি বাস্তবাদি? তবে তুমি বাস্তব জীবনে কোন বাস্তব নিয়ে নিজেকে ভাবো?আজকের বাস্তব সমাজে সবাই অমানবিক কুৎসিত মুখোশের পিছনে সভ্যতার  মিথ্যে  অভিনয় করে…

 


: খুব জানতে ইচ্ছে করে

✍️ স্বপ্না দাস

4/11/20

জানো"খুব জানতে ইচ্ছে করে,, 

তুমি আদৌও কি বাস্তবাদি? তবে তুমি বাস্তব জীবনে কোন বাস্তব নিয়ে নিজেকে ভাবো?

আজকের বাস্তব সমাজে সবাই অমানবিক কুৎসিত মুখোশের পিছনে সভ্যতার  মিথ্যে  অভিনয় করে চলছেন মানবিকতার  মুখোশ পরে? তুমি কি সেই বাস্তবাদি? নাকি তার বিপরীতে?


জানো"খুব জানতে ইচ্ছে করে,, 

তুমি কি ঈশ্বর ও বিধিলিপি মানো? 

নাকি সময় সাপেক্ষেই নিজ কার্য্য সিদ্ধি অর্জনের সহায়তায়  অপর ব্যাক্তির কথার ভাঁজে ভাঁজে তালমিলিয়ে ঈশ্বর ও বিধিলিপি মানো? নাকি সত্যিই তুমি ঈশ্বর ও বিধিলিপি মানো?


খুব জানতে ইচ্ছে করে,,

তুমি কি আমার মূল্যায়ন কখনো করেছো?নাকি ব্লেড দিয়ে গাছের গুঁড়ি কাঁটার মতো ছিলো তোমার সম্মান প্রদর্শন আর কুড়ুল দিয়ে চুল কাটার মতো ছিলো তোমার অনুভূতি ? দুটোই কিন্তু অস্ত্র তুমি কেমন ভাবে ব্যাবহার করে তার মূল্যায়ন করেছো?


জানো" খুব জানতে ইচ্ছে করে,, 

তুমি কি সর্বদা সত্যের সন্ধানে সত্য কথাই বলে এসেছো?

নাকি সত্যের পিছনে মিথ্যের সঞ্চালন বৃদ্ধি করে নিজেকে আড়াল করে শুধুই সচ্ছতার আবরনে রেখেছো? আর সরোবরের মাঝারে নিজেকে আকর্ষণীয় করে তুলেছো?নাকি বুকের পাঁজর ভাঙ্গা যন্ত্রনা নিয়েও নার্য্য জবাব দিয়ে বুকচিতিয়ে  সত্যের জয়ে নিজেকে জয়ি ভেবেছো?


খুব জানতে ইচ্ছে করে,, 

তুমি কি একনিষ্ঠ ভাবে রামের ন্যায় প্রেমের পূজারী ছিলে?নাকি আবেগী মনে সমভাবে সমকামী হয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনায় প্রেম বিনোদনে মৃদু হেসে ব্যাঙ্গ, বিদ্রুপ, কুৎসা প্রেমের ছদ্মবেশে মনের মনি কোঠায় গোপনীয়তায় নিজেকে সুখ সাচ্ছন্দের মাঝে রেখেছো?নাকি একনিষ্ঠ প্রেমের বিরহে মনি হারা ফনী নিজেকে ভেবেছো? জানো" খুব জানতে ইচ্ছে করে।।

*********** ******

হাইকু--


নিশীথ-চিত্র 

✍️স্বপ্না দাস

১)

বিধুর মন-

ক্ষয় হয় নিরবে

স্মৃতির বশে।


২)

অলস শব্দ-

অবহেলার তরে

বোবা কান্নায়।


৩)

কত রজনী-

স্কাইলাইট দেখে

আকাশ জুড়ে।


৪)

তব আকাশে-

নক্ষত্রের মতন

পরছে ঝড়ে।


৫)

রাত্রির ঘ্রান-

নিশীথের বাতাসে

ভরিয়ে তোলে।


৬)

জীবন তরী-

অথৈ সাগরে নাই

সমুদ্র তট।


৭)

উচ্ছাস মন-

শুধু তোমারে ডাকে

প্রান মাঝারে।


৮)

প্রান্তের শেষে-

তোমারে ভালোবেসে

খুঁজিছে তল।


৯)

আকাঙ্ক্ষনীয়-

কত স্বপ্ন জম্মায় 

তৃষিত মনে।


১০)

আবেগ বসে-

সোধা মাটির গন্ধে

ঢেউ খেলায়।