Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - আলো আঁধারি ।কবি - অরিজিতা ঘোষ ।তারিখ - ২৪.১১.২০২০.
রঙীন এই নগরী,তাতে হাজারো রঙের সমাবেশ।কোনটির রঙ লাল,কোনটির রঙ নীল,আবার কোনটি রঙীন ছটায় পূর্ণ।।বসন্তের আঙীনায় সেজেছে আজ নগরী।য…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - আলো আঁধারি ।

কবি - অরিজিতা ঘোষ ।

তারিখ - ২৪.১১.২০২০.


রঙীন এই নগরী,তাতে হাজারো রঙের সমাবেশ।

কোনটির রঙ লাল,কোনটির রঙ নীল,আবার কোনটি রঙীন ছটায় পূর্ণ।।

বসন্তের আঙীনায় সেজেছে আজ নগরী।

যে দিকে তাকাই সেদিকেই আজ রঙীন আলোর রোশনাই।

সানাই এর সুরে, পুরোহিতের মন্ত্রে আজ বসন্ত নিয়েছে প্রজাপতির রূপ।।

যে প্রজাপতির ডানায় ভর করে আজ মিলিত হচ্ছে দুটো মন।

বৈচিত্রের রঙে রাঙিয়ে নিজেদের জীবনকে করে তুলেছে মধুময়।।

পলাশ,সিমূল হয়ে শহরে আজ গোলাপ, রজনীগন্ধার স্পর্শ।

রঙীনতার বেশে সেজে মানুষ হয়েছে আজ রঙীন।।

রঙীন আলোর রোশনাই, রঙীন পোশাকে সেজে উঠেছে নগরীর প্রতিটি কোন।

বিয়ের সাজে সুসজ্জিত হয়ে নগরী নিয়েছে আজ বিয়ের সাজ।।

তবু এই বিয়ের সাজের মাঝে কোথাও বাজছে আনন্দের ঘন্টা, কোথাও বাজছে ক্রন্দনের সুর।

নগরীর একটি ঘরের আলো যাচ্ছে আজ আর একটি ঘরে।

নিজের আলোয় আলোকিত করে সে ভরিয়ে দেবে মাধূর্যে।।

তাই এই নগরী রঙীন হয়েও কোথাও তো হচ্ছে বেরঙীন।

আলোর জায়গায় কোথাও তো আসছে অন্ধকার।।

----------------*--------------