Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমি করোনা জয়ী, প্লাজমা দান করতে চাই, হুশ যুক্ত মানুষের এটাই কর্তব্য - শুভেন্দু

আমি সব সময় মানুষের পাশে থাকি। যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকি। করোনাতেও ছিলাম। আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন পুরো ফিট। এন্টি বডি রেডি হয়ে গিয়েছে। আমি প্লাজমা দান করতে চাই। প্রতিটি সভায় আমি বলে থাকি কিন্তু কেউ নিতে সহস …

 


 আমি সব সময় মানুষের পাশে থাকি। যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকি। করোনাতেও ছিলাম। আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন পুরো ফিট। এন্টি বডি রেডি হয়ে গিয়েছে। আমি প্লাজমা দান করতে চাই। প্রতিটি সভায় আমি বলে থাকি কিন্তু কেউ নিতে সহস করছে না। যে কেউ নিতে চাইলে আমি দিতে ইচ্ছুক। হুশ যুক্ত মানুষের এটাই কর্তব্য, যার হুশ নেই কর্তব্যহীন মানুষ।



 শুক্রবার নন্দকুমারের খঞ্চিতে খঞ্চি কে এস এস এস ক্লাবে পুজো উদ্বোধনে উপস্থিত হয়ে এই কথা বলেন রাজ্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সংস্থার উদ্যোগে এলাকার করোনা যোদ্ধাদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের উৎসাহিত করার জন্য এই কথা বলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

 খঞ্চি কে এস এস এস ক্লাবে ৩৫ তম জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন ঘটে। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, সিরাজ খান সহ অন্যান্যরা। কোভিড নিয়ম মেনেই পুজো শুভ সূচনা ঘটে।