Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কঠিন বাস্তবসুদীপ্তা দে সরকার
খিদের জ্বালায় আস্তাকুঁড়ের খাবার খুঁজে খায়,ভাগ্য সাথ দেয়নি ওদের,দুঃখ নিয়েই রয়।ফুটপাতেতে বাস করে রোজ নেই যে ওদের ঘর,ছিন্ন মলিন বস্ত্র পরেই কাটায় জীবনভর।হয়তো ওরাও স্বপ্ন দেখে তোমার আমার মতো,নতুন …


 কঠিন বাস্তব

সুদীপ্তা দে সরকার


খিদের জ্বালায় আস্তাকুঁড়ের খাবার খুঁজে খায়,

ভাগ্য সাথ দেয়নি ওদের,দুঃখ নিয়েই রয়।

ফুটপাতেতে বাস করে রোজ নেই যে ওদের ঘর,

ছিন্ন মলিন বস্ত্র পরেই কাটায় জীবনভর।

হয়তো ওরাও স্বপ্ন দেখে তোমার আমার মতো,

নতুন ভোরে দূর হবে সব কষ্ট আছে যতো।

তুচ্ছ ওদের করবেনা কেউ,করবেনা কেউ ঘৃণা,

সুর মেলাবে সবার সাথেই,নিয়ে জীবন বীণা।

খিদে পেলে কাঁদবেনা কেউ,মিলবে নানান খাবার,

স্বপ্ন ওদের দুচোখ জুড়ে বড়ো মানুষ হওয়ার।

ঘুম ভাঙলেই স্বপ্ন হারায় বাস্তবতার ভিড়ে,

চিরসাথী কষ্টগুলো ধরে আবার ঘিরে।

এমন করেই কাটায় জীবন লড়াই করে রোজ,

দিন কেটে যায় মাস কেটে যায় কেউ নেয়না খোঁজ।

উৎসবের ওই আলোর ঝলক দেখে দুচোখ ভরে,

কেউ দেয়না নতুন পোশাক,মলিনটাতেই ঘোরে।

কোন্ পাপেতে কিসের দোষে কষ্ট ওরা পায়?

ওরাও মানুষ অল্প সুখে ওরাও বাঁচতে চায়।