Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পাওয়া আর হারানোর ইতিবৃত্ত =====================আমার ছিল অনেক কিছু আমার ছিল অনেক কিছু আমার ছিল অনেক কিছু 
ছিল একটা অপার সারল্য মাখা শৈশব ছিল একটা অনন্ত বিস্ময় ভরা কৈশোর ছিল যৌবনের এক উদ্দাম দাপাদাপি ছিল ভ্রূপল্লবে ডাক দেওয়া যুবতী …


 পাওয়া আর হারানোর ইতিবৃত্ত 

=====================

আমার ছিল অনেক কিছু 

আমার ছিল অনেক কিছু 

আমার ছিল অনেক কিছু 


ছিল একটা অপার সারল্য মাখা শৈশব 

ছিল একটা অনন্ত বিস্ময় ভরা কৈশোর 

ছিল যৌবনের এক উদ্দাম দাপাদাপি 

ছিল ভ্রূপল্লবে ডাক দেওয়া যুবতী আলোর হাতছানি 

ছিল বকুলের গন্ধে মাতাল হওয়া এক খ্যাপামি 

ছিল বসন্তের পলাশ - কৃষ্ণচূড়া - রঙ্গনের বারতা খানি 

ছিল জোছনার আগুনে পাওয়া কোন গোপন রত্ন খনি 

ছিল সর্বাঙ্গ অবশ করা এক বাঁশির সুর লহরী 

ছিল সব হারানোর ভয়ের এক অদ্ভুত ভীতি ۔۔۔۔


এখন কিছুই নেই 

এখন কিছুই নেই

এখন কিছুই নেই 


এখন শুধু পড়ে আছে অতীতের ছাই হওয়া স্মৃতি 

সেও এক ধরণের শৃঙ্খল বলে মনে হয় 

তাও যাবে ঘুচে যেদিন চিতাকাঠ ডাকবে আয় আয় !!


পরাগ ভট্টাচার্য

24.11.2020