Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয়_ কবিতা নাম _ আজ জন্মদিনলেখিকা _ লিপিকা দত্ত সরকার রচনা কাল _ 5.11.2020( বৃহস্পতিবার)তারিখ _ 7. 11. 2020 
আজকে দেখছি শ্রদ্ধেয় কবিরশুভ জন্মদিন, শত বৎসর আসুক ফিরেএই শুভ দিন।
বাবা মায়ের স্বপ্ন পূরণেজন্মেছিল পুত্র, সবার বিপদে পাশে…


 বিষয়_ কবিতা 

নাম _ আজ জন্মদিন

লেখিকা _ লিপিকা দত্ত সরকার 

রচনা কাল _ 5.11.2020( বৃহস্পতিবার)

তারিখ _ 7. 11. 2020 


আজকে দেখছি শ্রদ্ধেয় কবির

শুভ জন্মদিন, 

শত বৎসর আসুক ফিরে

এই শুভ দিন।


বাবা মায়ের স্বপ্ন পূরণে

জন্মেছিল পুত্র, 

সবার বিপদে পাশে থাকেন

সবার তিনি মিত্র। 


অর্থ সম্পদ নেই বেশি তাঁর

মানুষ হতে চান, 

কঠোর শ্রমে জীবনটা কে

খুশিতে কাটিয়ে যান। 


লেখাপড়ায় ডিগ্রি নেই তাঁর

প্রকৃত শিক্ষা আছে, 

মানব ধর্ম বিচ্যুত না হন

ভয় তার কাছে। 


মানুষের কথা লেখেন কবি

দুর্বার কলমের গতি, 

কবিতাতেই মগ্ন তিনি 

অন্য কিছুতে নেই মতি। 


মনোবাঞ্ছা পরিপূর্ণ হোক 

আশীর্বাদ করুন প্রভু, 

দুঃখ যন্ত্রণা কবিকে যেন

স্পর্শ করেনা কভু। 


সুখে শান্তিতে ভরে উঠুক 

প্রিয় কবির জীবন, 

পবিত্র আলো ও পরম আনন্দে 

পূর্ণ হোক দু'নয়ন।