Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#একাকীত্বের_বিষাদযাপন
কলমে--তানিশা ব্যানার্জীতারিখ-২৩.১১.২০২০
চেনাপথ ধরে ফিরে গেছ--কালবৈশাখী যেমন ঘরে ফেরে গোধূলির আগেই।দূর্বা হয়তো জড়িয়েছিল পা-শিশির ছড়িয়ে পিছল করেছিল,শিউলিও আদরে আটকেছিল পথ--।সব কোমলতার মায়া কাটিয়ে তুমি ফিরে গেলেঅ…

 


#একাকীত্বের_বিষাদযাপন


কলমে--তানিশা ব্যানার্জী

তারিখ-২৩.১১.২০২০


চেনাপথ ধরে ফিরে গেছ--

কালবৈশাখী যেমন ঘরে ফেরে গোধূলির আগেই।

দূর্বা হয়তো জড়িয়েছিল পা-

শিশির ছড়িয়ে পিছল করেছিল,

শিউলিও আদরে আটকেছিল পথ--।

সব কোমলতার মায়া কাটিয়ে তুমি ফিরে গেলে

অজস্র প্রশ্নের অনুভূতিহীন শীতল নিঃশব্দ উত্তর দিয়ে।

আমিও আর আটকাইনি তোমায়--

কিছুতো ফেলে রেখে যাও নি যে মুখ ফেরাবে!

গলির মুখ যেখানে বেঁকে গিয়ে পড়েছে বড় রাস্তায়--

একবার চোখাচোখি হবে শেষবারের মত---সে আশাও করিনি।

নির্বিকার নিঃসঙ্কোচে বাড়িয়েছ পা--

কোন পিছুটান না রেখেই।

পড়ে থাকা শিউলি মাড়িয়ে তুৃমি চলে গেছ।

আমি যত্ন করে কুড়িয়ে রেখেছি

তোমার স্পর্শ লেগে থাকা শিউলির সৌরভ--

আপন করেছি দূর্বার আকুতি--

জল আসে নি আমার চোখে--প্রশ্নও আসে নি আর কোন।

একদিন তোমাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেছি---

প্রশ্নেরা সব চুপ--ওরাও জানে তুমি চলে গেছ।

তোমার অবজ্ঞা আর অসম্মানের চন্দ্রহার গলায় পরে

স্হানুর মত তাকিয়ে থেকেছি তোমার ছেড়ে যাওয়া পথের দিকে--

তোমার পায়ের চাপে কঁকিয়ে ওঠা ধূলিকণার দিকে।

এই বেশ ভালো

নিরিবিলি নিশ্চিন্ত আশ্রয়ে একাকীত্বের বিষাদযাপন --

দুখসায়রে আমিত্বের নিত্য অবগাহন --নিরুদ্বেগে।

ঘড়ির তাড়াহুড়ো নেই--

চাঁদের অহংকারে খুশিতে গ'লে পড়ার দায় নেই কোন--

সব উদ্বেগ আর অভিমান মুছে দিয়ে চলে গেছ--

ফিরে গেছ তুমি...।

========================================