Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

উ,ঊর উপাখ্যান     - অরবিন্দ সরকার। বহরমপুর,মুর্শিদাবাদ।
উৎফুল্ল মনে উপেন উদাসী বাউল ,ঊষাকালে বেড়িয়েছে নামসংকীর্ত্তনে!উঠতি জাতবৈরাগী যুবক! উদুম উত্তরীয় গায়ে ,খালি পায়ে,ঊর্দ্ধশ্বাসে ,খঞ্জনী বাজায়ে মত্ত হরিনামে।উপর্যুপরি গান কর…

 


উ,ঊর উপাখ্যান

     - অরবিন্দ সরকার। বহরমপুর,মুর্শিদাবাদ।


উৎফুল্ল মনে উপেন উদাসী বাউল ,

ঊষাকালে বেড়িয়েছে নামসংকীর্ত্তনে!

উঠতি জাতবৈরাগী যুবক! উদুম উত্তরীয় গায়ে ,খালি পায়ে,ঊর্দ্ধশ্বাসে ,

খঞ্জনী বাজায়ে মত্ত হরিনামে।

উপর্যুপরি গান করি, ভিক্ষা মাগে, উঠোনে দাঁড়ানো চেয়ে মা,বোনে!

উৎগ্রীব উৎসুক শ্রোতা,উৎসাহে চাল টাকা,ঝোলা ভরে দেয় ঊজাড় করে আপন মনে।

উৎখাত হওয়া পরিবার,

উইল করা বাপঠাকুর্দার,

উচ্ছেদহেতু বসবাস গ্রামের এক কোনে।

বাপ মা অসুস্থ,বহু চড়াই উৎরাই এর সাক্ষী,উপকার বিনে অপকার জানেনা ? চলে উচ্চতা মেনে।

পাড়ার ঠাকুরবাড়ির  উপনয়ন অনুষ্ঠানে, উঁকি মেরে দেখে উচ্চরোল, কাঙালীভোজনে উচ্ছিষ্ট খাবার !এ নিয়ে গন্ডগোল, হাঁটি হাঁটি পায়ে উপেনের উটকো ঝামেলায় 

পদক্ষেপ উত্তম সবার সনে।

উপেনের উক্তি- সবাই মানুষ,তাহলে কাঙালীরা কি কুকুর গেলো ব'নে!

প্রতিবাদের ভাষা, সমাজের উপবীত শ্রেনীর গালে উত্তম উচিত শিক্ষাঘাত।এবার রণে--?

উপহারের বদলে আবার উৎখাত ,উচ্ছেদ ,বাড়ীছাড়া উপেন ! উধাও এবার শহরপানে।