Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

যে লেখনী থমকে গেছেমৌসুমী মুখার্জী
 জানি আর কোনদিন ও লিখবেনা তুমিভালোবাসার বারান্দায় এসে দাঁড়াবে না আর, কোনোদিন, হেরে যাওয়া বা হারিয়ে যাওয়ার মেয়ে তুমি নওদুরারোগ্য  কর্কট রোগ  কে  অগ্রাহ্য করে বলেছিলে ,আই ডোন্ট  কেয়ার।   কবি নরেন্দ্…

 


যে লেখনী থমকে গেছে

মৌসুমী মুখার্জী


 জানি আর কোনদিন ও লিখবেনা তুমি

ভালোবাসার বারান্দায় এসে দাঁড়াবে না আর, কোনোদিন, হেরে যাওয়া বা হারিয়ে যাওয়ার মেয়ে তুমি নও

দুরারোগ্য  কর্কট রোগ  কে  অগ্রাহ্য করে 

বলেছিলে ,আই ডোন্ট  কেয়ার।

   কবি নরেন্দ্র  নাথ দেব ও রাধারাণীর দেবীর কন্যা তুমি

নামকরণ করেছিলেন  স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর

 ভাগ্যের কি  মিল স্বামী অমর্ত্য সেনের ও নাম রেখেছিলেন   বিশ্বকবি নিজে ই।


বাল্য বিধবা    রাধারানী দেবী  অসামান্য   শিক্ষিত হয়ে বিয়ে করেন     নরেন্দ্র নাথ দেব কে ।

  মা হন নবনীতার ,,নিজেই নবনীতার বিয়েতে কন্যাদান করেন।

এই    মা বাবার শিক্ষায় শিক্ষিত নবনীতা  ।

নারী কেন্দ্রিক লেখিকা  হলেও   কোনো তকমা    চান নি

ঝুলিতে অনেক   পুরস্কার জমা হলেও

অহং বোধ ছিলো না তাঁর।

গল্প উপন্যাস  সাহিত্য শিশু সাহিত্য ভ্রমণ কাহিনী সবেতেই সফল

 অরুনাচল প্রদেশের তাওয়াং বেড়ানো গল্পই  ট্রাকবাহনে   ম্যাক মেহনে।


   মৃত্যুর সাথে লড়াই করতে করতেও তিনি লেখা ছাড়েন নি

 কিছুদিনের মধ্যেই তাঁর শেষ লেখনী প্রকাশিত হবে দেশে বিদেশে।


 তাঁর সম্পর্কে লেখা কি এতোই সহজ আমার মতো এক নগন্য লেখনীর মাধ্যমে।


 কিছু কথা প্রিয় লেখিকার জন্যে