Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

লাল শুধু লালসিরাজুল ইসলাম।
ছেলেবেলা, চৈত্রের খাঁ খাঁ করা দুপুরেফুলমালাদের ঘর পুড়ে গেলো লাল আগুনেসেদিনই প্রথম দেখলাম লাল কতোটা ভয়ঙ্কর।
কৈশরে, ক্লাসরুমে আমাকে একা পেয়েময়না তার লালঠোঁট চেপে ধরেছিলো আমার মুখেজানলাম, লাল কতোটা আবেগ আনে…



 লাল শুধু লাল

সিরাজুল ইসলাম।


ছেলেবেলা, চৈত্রের খাঁ খাঁ করা দুপুরে

ফুলমালাদের ঘর পুড়ে গেলো লাল আগুনে

সেদিনই প্রথম দেখলাম লাল কতোটা ভয়ঙ্কর।


কৈশরে, ক্লাসরুমে আমাকে একা পেয়ে

ময়না তার লালঠোঁট চেপে ধরেছিলো আমার মুখে

জানলাম, লাল কতোটা আবেগ আনে।


দীর্ঘদিনের ভালোবাসার অভিনয় শেষে

সোনাবউ লাল বেনারসী পরে অন্যের ঘর গোছাতে চলে গেলো।

বুঝলাম, কতোটা লাল জমাট হলে বুকে রক্ত ঝরে।


লালবাতি দেখলে এখন ট্রাফিক সিগন্যালে

হৃদয়ের মাঝে কষ্টের এক নৌকা চলে।

ফুলমালাদের ঘর, নির্জন ক্লাসরুম আর সোনাবউকে মনে পড়ে! 


লাল শুধু লাল

©সিরাজুল ইসলাম।