Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিকেলের ফুল ....সুতপা ঘোষ রায় 
আমি একটি শুষ্ক চাঁপা ফুল --বর্ণ গন্ধহীন পড়ে আছি বইয়ের ভাজের মধ্যে ------মনে নেই কত দিন !হয় তো কোনো মধুর লগ্নে ,প্রেমিক দিয়েছিল প্রেমিকার হাতে ,হয় আদরে নয় উপেক্ষায় রেখেছিল সাথে বইয়ের ভাজে থেকে হয়েছ…


 
 বিকেলের ফুল ....সুতপা ঘোষ রায় 


আমি একটি শুষ্ক চাঁপা ফুল --বর্ণ গন্ধহীন 

পড়ে আছি বইয়ের ভাজের মধ্যে ------মনে নেই কত দিন !

হয় তো কোনো মধুর লগ্নে ,প্রেমিক দিয়েছিল প্রেমিকার হাতে ,

হয় আদরে নয় উপেক্ষায় রেখেছিল সাথে 

বইয়ের ভাজে থেকে হয়েছি শুষ্ক থেকে শুষ্কতর।

অথচ আমরই ঘ্রাণে জুটত কত মধুকর। 

কত দূর থেকে মৌমাছি ,প্রজাপতি কত দিয়েছে পাড়ি--

গুনগুনিয়ে বলেছে ''একটু মধু পেতে পারি" 

বিলিয়েছি সৌরভ ,মধুপানে কত পতঙ্গ হয়েছে তুষ্ট !

কিন্তু আজ কেন তবে মোর এত মনকষ্ট ?

আমি রসহীন এক শুকনো চাঁপা--আমার দিকে কেউ ফিরেও চায় না --

বইয়ের ভাজ থেকে কেউ কেন আমায় মুক্তি দেয় না ?

হটাত ফেলে আসা স্মৃতি মন কে নাড়া দিল !

আমাকে বইয়ের ভাজ থেকে কে যেন তুলে নিল। 

সযতনে ,আদরে কে যেন আমায় ঠেকালো বুকে। 

মরা মন আমার ভরে উঠলো অবাঞ্চিত সুখে 

বইয়ের ভাজে যে একদিন রেখেছিল সযতনে মোরে--

আজ আমি পেলাম খুঁজে মোর সৌরভ আর সেই মধুকরে।

[11/9, 7:09 AM] শৈলেন মন্ডল ডিমারী: শীতের রাতে


এখন শীতের দীর্ঘ রাতে

কুয়াশারা বুঝি কান পাতে।

গাছের পাতায় জমা রাতের দীর্ঘশ্বাস

সকালে রোদ্দুরের আলিঙ্গনে ভরসার আভাস।

ঝড়া পাতার ভিড়ে অবেলায় অনাদৃত ক্ষয়

সবুজ হৃদয় গায়ে হলুদের আগে পাতা খসা ভয়।

হিম ঘুমে মগ্ন জগৎ নানা উপাচারে অধিবাস

রাত জাগা পাখিদের কলরবে নিশি দের ফিসফাস।

তবুও শীতের রাত একলা কাটানো যায় না

একটু উষ্ণতা আলিঙ্গনের ওম পরসই তো পাওনা।

তবুও কাঁপা দেহে মাফলারে শীতটা কাটাতে হবে

পশম পোষাক তুলে রেখে বসন্তের দেখা পাবে।