Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শীতের রাতে
এখন শীতের দীর্ঘ রাতেকুয়াশারা বুঝি কান পাতে।গাছের পাতায় জমা রাতের দীর্ঘশ্বাসসকালে রোদ্দুরের আলিঙ্গনে ভরসার আভাস।ঝড়া পাতার ভিড়ে অবেলায় অনাদৃত ক্ষয়সবুজ হৃদয় গায়ে হলুদের আগে পাতা খসা ভয়।হিম ঘুমে মগ্ন জগৎ নানা উপাচ…


 শীতের রাতে


এখন শীতের দীর্ঘ রাতে

কুয়াশারা বুঝি কান পাতে।

গাছের পাতায় জমা রাতের দীর্ঘশ্বাস

সকালে রোদ্দুরের আলিঙ্গনে ভরসার আভাস।

ঝড়া পাতার ভিড়ে অবেলায় অনাদৃত ক্ষয়

সবুজ হৃদয় গায়ে হলুদের আগে পাতা খসা ভয়।

হিম ঘুমে মগ্ন জগৎ নানা উপাচারে অধিবাস

রাত জাগা পাখিদের কলরবে নিশি দের ফিসফাস।

তবুও শীতের রাত একলা কাটানো যায় না

একটু উষ্ণতা আলিঙ্গনের ওম পরসই তো পাওনা।

তবুও কাঁপা দেহে মাফলারে শীতটা কাটাতে হবে

পশম পোষাক তুলে রেখে বসন্তের দেখা পাবে।