তরুন চট্টোপাধ্যায় । কলকাতা আবার কি পূর্ব মেদিনীপুর খবরের শিরোনামে । এবার কি দল ছাড়ছেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। তার গলাতে অবশ্য স্পষ্ট শোনা গেল দল ছাড়ার কথা।আজই পূর্ব মেদিনীপুরের নতুন কমিটি গঠন হয়েছে। আর সেখানে সুকুমার বেরাক…
তরুন চট্টোপাধ্যায় । কলকাতা
আবার কি পূর্ব মেদিনীপুর খবরের শিরোনামে । এবার কি দল ছাড়ছেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। তার গলাতে অবশ্য স্পষ্ট শোনা গেল দল ছাড়ার কথা।
আজই পূর্ব মেদিনীপুরের নতুন কমিটি গঠন হয়েছে। আর সেখানে সুকুমার বেরাকে ব্লক সভাপতি করা হয়।জেলা সভাপতি শিশির অধিকারী ঘোষনা করেন নতূন কমিটির নাম। আর এতেই বেজায় চটলেন বিধায়ক সুকুমার দে। রাগে অভিমানে তিনি সুব্রত বক্সিকে ফোন করেন। এছাড়া তিনি পুর্ব মেদিনীপুরের এক হেভিওয়েট নেতাকেও সব জানান। তিনি সেই নেতার নাম না বললেও সকলেই অনুমান করেছেন তিনি কে।আর তাঁর মতামতের ওপরেই তিনি নির্ভর করে আছেন।দরকার পড়লে তিনি দল ছেড়ে ও দিতে পারেন।
এই অভিযোগ নিয়ে সুকুমার বেরা বলেন ওনাকে নতূন প্রজন্ম হিসাবে আমি দলে নিয়ে আসি। উনি বিধায়ক ও হয়েছেন তৃনমূলের । তবে কেন জানি না উনি আমার সঙ্গে সব সময় বিরোধ রেখে চলছেন। আমি আশা করি ওনার সুমতি হোক।
দুহাজার একুশের নির্বাচনের আগে জেলা জুড়ে তৃনমূলের এই দ্বন্দ্ব এখন একেবারে প্রকাশ্যে চলে এসেছে।নতুন কমিটি নিয়ে জেলার অনেক তৃনমূল নেতাই ক্ষোভ দেখিয়েছেন।
সুকুমার দে ও সুকুমার বেরার এই ক্ষমতার লড়াই জেলা তৃনমূলকেও বিপাকে ফেললো।