Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেলুড়ের আবাসনে বাজি ফাটানো আটকাতে গিয়ে পাঁচ পুলিশ কর্মী আক্রান্ত

মহামান্য আদালতের নির্দেশে এ রাজ্যের কালি পুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে।কিন্তু তবুও বাজি ফেটে চলেছে মাঝেমধ্যেই ।আর এটি দেখভালের দায়িত্ব রয়েছে পুলিশের ওপরেই।হাওড়ার বেলুড়ে এ রকম বাজি পোড়ানো আটকাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন…

 


মহামান্য আদালতের নির্দেশে এ রাজ্যের কালি পুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে।কিন্তু তবুও বাজি ফেটে চলেছে মাঝেমধ্যেই ।আর এটি দেখভালের দায়িত্ব রয়েছে পুলিশের ওপরেই।

হাওড়ার বেলুড়ে এ রকম বাজি পোড়ানো আটকাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বালি থানার পুলিশ ।

বৃহস্পতিবার রাতে বেলুড়ের এক আবাসনের ছাদে চলছিল বাজিপোড়ানো।পুলিশ খবর পেয়ে ঐ আবাসনে ছুটে যান।আবাসনে ঢোকার সময় আবাসনের রক্ষীর থেকে মোবাইল টি নিয়ে নেন।কারন যাতে করে যে সব আবাসিক ছাদে বাজি ফাটাচ্ছিল তারা না বুঝতে পারে।এরপর পুলিশ বাজি সমেত হাতে নাতে ধরে ফেলেন কয়েকজন কে।বাজিগুলি বাজেয়াপ্ত করেন।

এরপরেই আবাসিকেরা পুলিশ কে আক্রমন করেন।পুলিশের সংখ্যা কম থাকায় আবাসিকদের হাতে পুলিশ বেধড়ক মার খান।মারের আঘাতে পাঁচজন পুলিশ আহত হন।এদের তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।পরে পুলিশ আবাসনের পাঁচ জনকে গেপ্তার করে থানায় নিয়ে যান।

দীপাবলির আগেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।আইন রক্ষকদের এভাবে আক্রমণ কে কেউই ভালো চোখে দেখেন নি।


তরুন চট্টোপাধ্যায় ।