Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফাইভ স্টার না আদিবাসী পরিবারের রান্না ।দড়ি টানাটানি

বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বিভীষন হাঁসদা নিজেই স্বীকার করলেন অমিত শাহ তাঁর বাড়ির রান্নায় মধ্যাহ্নভোজ সেরেছিলেন।কোন ফাইভ স্টার থেকে খাবার আসেনি।অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া সফরে এসে দাবি করেন এই ফাইভ স্টার …



 বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বিভীষন হাঁসদা নিজেই স্বীকার করলেন অমিত শাহ তাঁর বাড়ির রান্নায় মধ্যাহ্নভোজ সেরেছিলেন।কোন ফাইভ স্টার থেকে খাবার আসেনি।অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাঁকুড়া সফরে এসে দাবি করেন এই ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসার।আর তা নিয়ে যুধুধান দু পক্ষই আসরে নেমেছিলেন।

তৃনমূলের অভিযোগ এসব লোক দেখানো কথাবার্তা ।দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কখনোই আদিবাসী পরিবারের রান্না খাননি।

আর বিজেপির দাবি তৃনমূল তো এসব কথা বলবেই।কারন দেশের মানুষ কে মিথ্যা বলতে বলতে এখন সত্যি কথাকেও ওদের মিথ্যা মনে হয়।

            আর এখানেই থেমে নেই যুদ্ধ ।বিভীষন হাঁসদার অসুস্থ মেয়ে কে নিয়ে ও চলছে দড়ি টানাটানি ।তৃনমূলের দাবি রাজ্য সরকার মেয়ে টির চিকিত্সার ভার নিয়েছেন।

আর বিজেপি বক্তব্য রাজ্য সরকার কি চিকিৎসা করবে।দরকার হলে ওনার মেয়ের চিকিৎসা হবে এইমসে।

একুশের ভোট।আর তার মধ্যে এক আদিবাসী পরিবারের জন্য সকলের চোখেই জল।

ভোট যে কত কি পরিবর্তন আনতে পারে তাঁর জলন্ত উদাহরন বাঁকুড়ার এই পরিবার টি।


তরুন চট্টোপাধ্যায় ।